এই ব্লগটি সন্ধান করুন

সোমবার, ১৪ জানুয়ারী, ২০১৯

মিছিল: জ্যোতির্ময়

রাতের শরীরে এখন নীলচে স্বপ্নের দৌড় ,
সাজ বাতি নিভে গেছে কাল বৈশাখী মেঘে ,
ফুলের সুবাস ছিঁড়ে খায় মাছি নাকি মৌ ?
প্রেম প্রেম ফাঁদ।তবে সুপ্ত থাক ,চাঁদ দেখে ।।

ওরাও শুনাবে প্রতিশ্রুতির ফের গল্প
ছাপা নাকি ধাপ্পা ? ভাত নেই ত !
সবুজ ফেরাতে মরুও তখন মুখ ভারী
তখনও হারিয়ে  ফিরে আসার ইন্তেজারী ।।

লাশের মিছিলে আমিও ততদিনে হাঁটছি রাজপথ
মেঘের কোলে রোদ রেখেছি,বাঁধ ভাঙ্গে যদি স্রোত ?
তবে চতুর্থ বিশ্ব নাম দিও তার ,
ভেঙে ছুড়ে ফেলে প্রাচীর ,তবুও থাকবে কাঁটাতার ।।

কোন মন্তব্য নেই: