এই ব্লগটি সন্ধান করুন

বুধবার, ২৭ ফেব্রুয়ারী, ২০১৯

ফিনিক্স :জ্যোতির্ময়



   

নিকোটিনের ধূসর ধোঁয়ায় আমার শহর ।
রাত জাগা দুটি চোখে শুধু স্বপ্নের ফসিলস ।
ঠিকানা হীন মনে হাজার ইচ্ছের বসবাস ।
জ্বলতে থাকা আগুন গভীরেই থেকে যায়
 রোদ তো রোজ আসে আমার জানালায়
তবুও ছায়া গুলো ফের ছায়াতেই হারায় ।।

##
ঘামের নোনতা গন্ধে লাল নদীর সিগন্যাল ।
বারুদ কিংবা বোমায় মিছিল চাইছি না
স্বপ্নের হাত ধরে এক পা এগিয়ে চলা
গভীরে লুকানো কথা গুলো ফের নতুন করে বলা 
মৃত স্বপ্ন গুলোর ঠিকানা রেখে যাওয়া ।
  নিভে যাওয়া দীপে জ্বলবে আবার আগুন
অন্ধকারে ঠিক পথ খুঁজে নেব
  জানি ফুলে ফুলে ভরে উঠবেই ফাল্গুন ।।

27/02/2017

কোন মন্তব্য নেই: