একটু জল চাই ,একটু নির্মল বাতাস
একটা মুক্ত আকাশ ....একফালি রোদে
ঘামের স্নানে ...স্যাঁতস্যাঁতে নিশ্বাস
ইট পাথরের ইমারতে আমার লাশ
শিল্প নিদের্শনা ...কোটি টাকার ব্যবসা
মেঘমোল্লার দেশে জলপরী ..
দিয়েছে চিঠি বেনামে ...
মেরুদন্ডে জাইলেম তন্তুতে তৃষ্ণা
মাটির শরীর ফেটে কাঠ ...l
তোমার বুলি রোজ শুনি ,কান গেছে পচে
"গাছ লাগান প্রাণ বাঁচান "
ইকোসিস্টেমে বিলুপ্ত সরীসৃপের ফসিলস
তোমাদের রিসার্চ এর বিষয়
"কই একবারও মনে কি মনে করেছো আমায় ?"
সব শুধু দেওয়াল লিখন কিংবা পত্রিকায়
আল্ট্রা ভায়োলেট রে তে কম্পিত স্কিন
ভয়টা তোমার ....অথচ প্রযুক্তি তোমার নেশা
সূর্য্যের বিকিরিত রশ্মিতে গ্লোবল ওয়ার্মিং
আমি চাই না .....সমূদ্র গ্রাস করুক তাজা প্রাণ
......তোমার সৃষ্টি ..তোমার প্রযুক্তি l
সোনালী রোদ্দুরে একটু হাসি চাই
একটা শান্ত ছায়ায় পথিকের বিশ্রাম l
তুমি প্রযুক্তি ফলাও বাঁধা নেই ...
আমার রক্তে চেয়েও না
সুখের ক্যানভাস ....l
তুমি এনভাইরোনমেন্ট (environment) এর
ক্রমপর্যায় বর্ধিত মান এনট্রপির
ছেলে খেলায় ধ্বংস হয়ে যাবে l
ডাইনোসরের মতো .....একদিন l
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন