এই ব্লগটি সন্ধান করুন

বৃহস্পতিবার, ১৯ জানুয়ারী, ২০১৭

স্বপ্ন সম্ভার(swapno sambhar)




#স্বপ্ন_সম্ভার (এক)
* * * * * * * * * * * *


.
@ জ্যোতির্ময় রায়



চোখে প্রচুর স্বপ্ন ,
হঠাৎ মাঝরাতে ঘুম ভাঙ্গে
ছেঁড়া কাঁথায় পৃথিবী রাজত্ব ।।
বারুদের গন্ধ মাখা ঘামে
নিজসত্তার তদন্ত ।
পাল্টে গেছে নাকি সব
সাহারার বুকে বসন্ত উৎসব ।।

স্বপ্ন সম্ভার((swapno sambhar)

#স্বপ্ন_সম্ভার(দুই)



@অজ্ঞাত অচেনা(জ্যোতির্ময়)




রক্তের পোড়া গন্ধটা পারফিউমে মিশেছে
বিজ্ঞাপনে মৃত্যুর ধ্বংসাবশেষ
শেষ মোমবাতি মিছিল।
পৃথিবীর বুকে নাকি চাঁদের কলঙ্ক
ভয় নেই তাদের আর মুষ্টিবদ্ধ হাতে
শাসকের মাংসের টুকরো নিয়ে যায় চিল ।।
না পরিবর্তন ,না প্রত্যাবর্তন
শুধুই বদলে ফেলা ,
পুরোনো সেই নিয়মের খাঁচা ভেঙ্গে
শুধুই সামনে ...আরো সামনে চলা ।।