এই ব্লগটি সন্ধান করুন

শনিবার, ২১ জানুয়ারী, ২০১৭

এ একুশে (a ekushe )







                #এ_একুশে
            ***************

             © জ্যোতির্ময় রায়


##
এ একুশ শান্তশিষ্ট ভিতরে জ্বলতে থাকা তুষের আগুন ,
এ একুশই পারে গ্রীষ্মের তীব্র তাপদাহে এনে দিতে ফাল্গুন।
এ একুশ সাহারার বুকে ফোটা সুপ্ত ফুল
এ একুশই সেকন্ড চান্স শুধরে নিতে , হয়ে যাওয়া ভুল ।।
এ একুশ ধীর স্থির ,ভেবে চিন্তে নেয় পদক্ষেপ
এ একুশই জানে না পাওয়ার যন্ত্রনাটা কতো বড়ো আক্ষেপ ।।
এ একুশের বুকে বয়ে গেছে কত কালবৈশাখী ঝড়
এ একুশই নেয় চিনে কে কতটা আপন কে কতটা পর ?
এ একুশ ভাসে না কোনো আবেগে
এ একুশ চলে সব যন্ত্রনাকে তুচ্ছ করে অপ্রতিরোধ্য বেগে ।।
এ একুশই পারে বদলে দিতে দেশ
এ একুশই পারে বারুদ ঠেকিয়ে  শত্রুর আস্পর্ধাকে করতে নিঃশেষ ।।
এ একুশই স্বপ্ন নামক মরিচীকা ধরতে রাখে জীবন বাজী ।
এ একুশই অন্যের সুখে সব কিছুই বিলিয়ে দিতে রাজি ।
এ একুশের রক্তেই এই পৃথিবীর বুকে
 রিভিউলেশন আসে যে নেমে ,
এ একুশের এই উদ্দাম যেন যায় না কখনো থেমে ।।

শুক্রবার, ২০ জানুয়ারী, ২০১৭

এই শোনো(ei shono)



Image may contain: one or more people, sky, ocean, text, outdoor and water













...
                      






                                           এই_শোনো
                                    ***************
                        
                               জ্যোতির্ময় রায়




এই শোনো ..শুনতে পাচ্ছ কি ?
আমার ঘরে উড়ছে জোনাকি ,
দেখতে পাচ্ছ কি ?
তোমার চোখে মুখে ঠোঁটে
গোলাপ ছুঁয়ে ,হারাচ্ছি রোজ আমিও যে
তোমার ভালোবাসায় ........।।




এই শোনো ..শুনতে পাচ্ছ কি ?
আমার সমুদ্র তীরে আছড়ে পড়ছে ঢেউ
মনের গভীরে ,ঘুম সাগরে ,
কাগজের নৌকা ভাসাচ্ছে কেউ ।
তুমিও গোপনে ,সব কিছু বুঝে নিয়ে ,দুরে চলে যাও ।
ভালোবেসে আমাকে ,কেন তুমিও মুখ লুকাও ??




যত কাছাকাছি থাকা যায় ,ভালোবাসা বেড়ে যায়
ইচ্ছে গুলো মেলেছে ডানা
তোমায় ছাড়া আমারও ,কিছুই যে ভালো লাগছে না ।
যদি রেখে দিতে পারো ,থেকে যেতে পারি
ফিরে যেতে দিও না ।।
এই শোনো ..তুমি শুনতে পাচ্ছ কি ?
ভালোবাসো বলে ,বলতে লজ্জা তুমিও পাচ্ছ কি?
না না আর দুরে নয় ,কথা রেখে না জমিয়ে গোপনে
যত কথা আছে সব বলো ,যা আছে তোমার মনে ।।