#ওই_যে_মায়াবি_চোখে
@জ্যোতির্ময় রায়
##
রাত পাখি তুমিও জেগে আছো কি বলো ?
শুনতে পাচ্ছ আমার সমুদ্রের দুকুলে আছড়ে পড়ছে
ঢেউ
যে নদীর পথ হারাবার কথা ছিল মরুপথে
দেখো সে এখন সমুদ্রে এসে মেশে ।
ঠিক আমিও বিপ্রতীপ কোন নৈঋতগামী ।
ঈশান কোনে ভোরের আলো ফুটুক বা না ফুটুক
মন খারাপের কবিতা গুলো ফোটে ।।
##
জানি না ..
তোমার ওই দু চোখে তাকালেই
মন হয় হাজার আলোকবর্ষ ধরে চেনা ওই চোখ
উল্টোপথে খুঁজতে গিয়ে ফিরে এসে থমকে গেছি তোমাতে ।।
@জ্যোতির্ময় রায়
##
রাত পাখি তুমিও জেগে আছো কি বলো ?
শুনতে পাচ্ছ আমার সমুদ্রের দুকুলে আছড়ে পড়ছে
ঢেউ
যে নদীর পথ হারাবার কথা ছিল মরুপথে
দেখো সে এখন সমুদ্রে এসে মেশে ।
ঠিক আমিও বিপ্রতীপ কোন নৈঋতগামী ।
ঈশান কোনে ভোরের আলো ফুটুক বা না ফুটুক
মন খারাপের কবিতা গুলো ফোটে ।।
##
জানি না ..
তোমার ওই দু চোখে তাকালেই
মন হয় হাজার আলোকবর্ষ ধরে চেনা ওই চোখ
উল্টোপথে খুঁজতে গিয়ে ফিরে এসে থমকে গেছি তোমাতে ।।
tare ami chokhe dekhini |
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন