এই ব্লগটি সন্ধান করুন

শুক্রবার, ২০ জানুয়ারী, ২০১৭

ফিরে   যেতে  চাই


                  ফিরে   যেতে  চাই
               **************               

               জ্যোতির্ময় রায় 




...
তোমার প্রতিটি স্মৃতির টুকুরো গুলো
এখনো আমার ভিতর জ্বলে নিকোটিনে
মৃত্য পাহাড়ের বুকে শুষ্ক উপত্যকায়
এক ফোঁটা বৃষ্টিটাও খুব দামী ।
নাহ্ অহেতুক কথাবলা শুধু আমার
,অযথা নস্টালজিয়ায় পিছন ফিরে দেখা
সিগারেটের ধোঁয়ায় জীবিত হওয়ার চেষ্টা মাত্র ।।



অভ্যেস ওটা নয় গো ,বেঁচে থাকতে বদলে ফেলা ।
দূর থেকে আরো দূরে ,চেনা হতে হতে হঠাৎ অচেনা
আয়না ভাঙ্গে ,রেড সিগন্যালে আটকে যায়
চিঠি ..ট্রাফিক জ্যামে হারায় পথ, চৌমাথা মোড়ে ।
আনসিন মেসেজে সবুজ সিগন্যালের প্রতীক্ষা ।
থাক না হয় সেই প্রতীক্ষাই বেঁচে
ভালোবাসাটা মৃত ,স্মৃতিটুকুই না হয়
তোমার চাওয়া পাওয়ার হিসেবটা করে যাবে ।।




যদি টাইম মেশিনে আমার আকাশটা রেখে
এক সমুদ্র বৃষ্টি চাই ..মৃত পাহাড়ের বুকে
দেবে বলো ? ফিরিয়ে দেবে কি অরণ্য স্বপ্ন ?
শরীরে প্রতিটি কোশ জানে গভীরতা
নাহ্ সেভাবে নয় ...এবার সমাজ গড়বো
তোমার হাতে প্রাণ রেখে ।
যদি তুমি ফিরিয়ে দাও,
সে সবুজ অরণ্য মৃত পৃথিবীর বুকে।।

কোন মন্তব্য নেই: