এই ব্লগটি সন্ধান করুন

বৃহস্পতিবার, ১৯ জানুয়ারী, ২০১৭

চার দেওয়ালে

                          চার  দেওয়ালে
                       *************


                                            @জ্যোতির্ময় রায়






   জমছে কথার পাহাড় ,
   রাত জাগা দুটি চোখে হাজারো স্বপ্নের বাড়ি ,
    শূন্য রাস্তাটা চলে গেছে বহু দূর ,
    নিস্তব্ধ ল্যাম্পপোস্ট গুলি পাহারাদার সারি সারি ।।
     কাঁচের খাঁচায় বন্দি জীবন
     হিসাব খাতার জটিল সমীকরণে ।
    ভিতরের ছেলেমানুষিটা তবুও মরে না
    পক্ষীরাজে চেপে রোজ তেপান্তরগামী ।।
     পূর্বের জানালাটা খোলা থাকে
     সূর্য্যটা রোজ ছুঁয়ে যায় সকাল ।
    ওদের ইঁদুর দৌড়ের ব্যস্ত জীবন
    আর আমি পর্দা ঘের বেলকনিতে বসে
     চশমা আটি শক্ত করে ।
   সামনের ঝাপসা অন্ধকার গুলো পরিষ্কার হয় আস্তে আস্তে ।।

কোন মন্তব্য নেই: