#মৃত্যু
*****
©জ্যোতির্ময় রায়
##
ওই দেখো ওই দূরে মায়াবী আকর্ষণ
ওই যে কাঁটা তার পেরিয়ে ,চীনের প্রাচীর
ওই যে শুকনো গোলাপ ,পাখি হারায় নীড় ।
নীরবে চলে যায় কত শুক তারা ,ব্ল্যাক হোলে কখন ??
##
সময় ,ও সময় পারবে বলে দিতে আমায়
কেন রয়ে চলে নদী ? কেন চোরা বালি ফাঁদ পেতে ?
আমার বসত বাড়ি তো আমারি !,তবুও হবে যেতে ...
ওই যে কালো পতাকার উড়ছে ,হাহাকার ,সেখানটায় ... ॥
##
আমিও চলছি ,তুমিও ... নিরব গুপ্ত ফাঁদ,
সূর্য উঠছে রোজ ,দিনের আলোয় চোখ মেলে দেখা
তোমার চাওয়া পাওয়ার হিসাব ইতিহাসের পাতায় থাকবে লেখা ।
হাসতে কাঁদতে প্রহর কখন চলে যায় ,এই বুঝি হল রাত ॥
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন