এই ব্লগটি সন্ধান করুন

মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর, ২০১৭

মন আমার




মন আমার 


©জ্যোতির্ময় রায়


কিছু রোদ কুড়িয়ে রাখি ,হাঁটু জল ভেঙে ।
কিছু জোনাকি ছড়িয়ে দেই ঘুমহীন রাতে ।।
এঁকে বেঁকে চলে গেছে নদীপথ ,সময়ের ফাঁকে ফাঁকে
এ পাথুরে জীবন ,বৃষ্টি খুঁজে তখন পাল ছেঁড়া নৌকায় ভাসবে বলে ।।



মাঝে মাঝে পাগলামি ,ইচ্ছেরাও দেয় পারি
সব ছেড়ে দিয়ে মেঘের ওপারে ,"আজ ভাব তো কাল আড়ি"।।
হঠাৎ দেওয়াল লিখনে "মন খারাপ" অহেতুক অযথা ,
ঠোঁটের মাঝেই শব্দ হারায়,আপন মনেই বলে কথা ।।


হঠাৎ ইতিহাসে গিয়ে ছুঁয়ে দেয় প্রেমিকার ঠোঁট ।
নিজেই নিজের বিবাদ লাগায় ,খুঁজে বেড়ায় ভুলে যাওয়ার আন্টিডোট।।

কোন মন্তব্য নেই: