জাগো_মা
*********
@জ্যোতির্ময় রায়
ওই দূরে ওই যে দূরে শঙ্খবাজে
ভোরের এই আলোতে কার রেডিওতে
যেন মহালয়া বাজে |
মা আসছে ..কে যেন গায় আগমনী
কে যেন জপে জাগরণের মন্ত্রখানি ।
"যা দেবী সর্বভূতেষু মাতৃরূপেন
সংস্থিতা-নমস্তস্যৈ নমস্তস্যৈ নমঃ নমঃ।"
জাগো মা ..জাগো দশভুজাদুর্দশাদামিনী
গ্রহন করো মা এই দীনের প্রার্থনাখানি ।
বিশ্বজুড়ে আজ শুধু যুদ্ধ ও মারামারি
ধর্ম নিয়ে আজ ধর্মগুরুদের ভণ্ডামি
সন্তানহারা মা যে একলা কেঁদে যায়
যারা নিরীহ তারাই শুধু সাম্রাজ্যবাদীদের
আগ্রাসনিতে প্রাণ যে হারায় ।
উগ্রবাদের দানব নৃত্য যে মা আজ সব খানে
কতো অভিশপ্ত প্রেমের ভ্রুণ ছুঁড়ে ফেলা হয়ে ওই ড্রেনে ।
উচুঁনিচু এই বিবাদ বিভেদ কেন মা আজও জগৎ জুড়ে
ভালোবাসা হারিয়ে কত প্রেমিক আজ ভবঘুরে ।
ধোঁয়াশা আজো কেন বলো মা ওই অন্ধকার ওই গ্রামে,
প্রতিদিনই ওই অন্ধকার গলিতে অসুররা যে
কতো মা বোন কে খায় ছিঁড়ে ।
তাই তো মা ডাকছি তোমায় আজ আমি
ঝাপসা পথে রোজ এক পা এগোই
গাইছি আজ আগমনী ।।
ধ্বংস করো ওই উগ্রবাদের ওই আগ্রাসি
দাও মুছে হিংসাবিবাদ ,দাও মুছে পৃথ্বীর আঁখি
নির্বলেরে দাও শক্তি ,করো সাহসী ।
শান্তি আসুক মা গো এই আর্তভুবনে
প্রতীক্ষায়িত যে আমরা যে মা তোমার জাগরণে ।।
জাগো মা ..জাগো ..সত্যিকরে জাগো
জাগো হে দশভূজা দুর্গতনাশিনী জাগো
করজোড়ে ডাকছে যে সবাই
এই আর্তি একটু শুনো জগজ্জননী মাগো ।।
ভোরের এই আলোতে কার রেডিওতে
যেন মহালয়া বাজে |
মা আসছে ..কে যেন গায় আগমনী
কে যেন জপে জাগরণের মন্ত্রখানি ।
"যা দেবী সর্বভূতেষু মাতৃরূপেন
সংস্থিতা-নমস্তস্যৈ নমস্তস্যৈ নমঃ নমঃ।"
জাগো মা ..জাগো দশভুজাদুর্দশাদামিনী
গ্রহন করো মা এই দীনের প্রার্থনাখানি ।
বিশ্বজুড়ে আজ শুধু যুদ্ধ ও মারামারি
ধর্ম নিয়ে আজ ধর্মগুরুদের ভণ্ডামি
সন্তানহারা মা যে একলা কেঁদে যায়
যারা নিরীহ তারাই শুধু সাম্রাজ্যবাদীদের
আগ্রাসনিতে প্রাণ যে হারায় ।
উগ্রবাদের দানব নৃত্য যে মা আজ সব খানে
কতো অভিশপ্ত প্রেমের ভ্রুণ ছুঁড়ে ফেলা হয়ে ওই ড্রেনে ।
উচুঁনিচু এই বিবাদ বিভেদ কেন মা আজও জগৎ জুড়ে
ভালোবাসা হারিয়ে কত প্রেমিক আজ ভবঘুরে ।
ধোঁয়াশা আজো কেন বলো মা ওই অন্ধকার ওই গ্রামে,
প্রতিদিনই ওই অন্ধকার গলিতে অসুররা যে
কতো মা বোন কে খায় ছিঁড়ে ।
তাই তো মা ডাকছি তোমায় আজ আমি
ঝাপসা পথে রোজ এক পা এগোই
গাইছি আজ আগমনী ।।
ধ্বংস করো ওই উগ্রবাদের ওই আগ্রাসি
দাও মুছে হিংসাবিবাদ ,দাও মুছে পৃথ্বীর আঁখি
নির্বলেরে দাও শক্তি ,করো সাহসী ।
শান্তি আসুক মা গো এই আর্তভুবনে
প্রতীক্ষায়িত যে আমরা যে মা তোমার জাগরণে ।।
জাগো মা ..জাগো ..সত্যিকরে জাগো
জাগো হে দশভূজা দুর্গতনাশিনী জাগো
করজোড়ে ডাকছে যে সবাই
এই আর্তি একটু শুনো জগজ্জননী মাগো ।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন