~~****গ্রাফিক্যাল****~~
©জ্যোতির্ময় রায়
দূর্বা ঘাসের মাথায় শিশির জমে ,কিছু শাপলাও ফুটে
পদ্ম পুকুরে ।এ পথ এঁকে বেঁকে চলে গেছে সবুজ পেরিয়ে
তোমার দেশের বর্ডারের কাঁটা তার ধরে ।সাজ সাজ রবে
শহর ।আমার দেশে মৃত্যু শোকের মোমবাতি মিছিল ।।
রোজ ভাঙছে ঘর ।অনেক আপন তোমারও হয়েছে পর ।
কাটাকুটি খেলায় এক কদম এগিয়ে কিংবা পিছিয়ে ।
ক্ষত ।মেঘের আড়ালে আগুনে ঝলসানো চাঁদেও কলঙ্ক ।।
"আগার টুট গায়ে সিসে তো টুটনে দো ,পাহাড় হবেই দিল" ।।
মিথ্যের আসকারাতে জানি "দিল ভি বেকারার" ।
থাক ,অনেক হয়েছে নাটক ।"আমার আমি"
অবহেলার আশ্চার্য প্রদীপ।ভেঙ্গে ফেল খাঁচা এবার ।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন