এই ব্লগটি সন্ধান করুন

শুক্রবার, ৫ অক্টোবর, ২০১৮

প্রিয় দশ টি কবিতা (চশমা (দ্বিতীয় পর্ব))

#পরকীয়া 


©জ্যোতির্ময় রায় 


গুজব উঠেছে পাড়ায় পাড়ায় 
           শ্রেণীবিন্যাস।তাদের প্রেম না 

আমিও কেমন পালিয়ে বেড়াই 
    জল ভিজিয়ে,কাদাপথ।বৃষ্টি ভেজা জামা 

নষ্ট হতে ভয় ছিল তার ভীষণ।সমাজ।
             পরপুরুষে। সংসারে আগুন 

সে কবির রাত্রি যাপন।রাজপথেও 
            প্রেম হয়েছে খুন...

ব্যার্থপ্রেমিক উপাধ্যেয়, নেইকো ক্ষমা 
         নখের আচড় বাসর সাজায় 
                  মানববোমা .....



#প্রেমিক 


©জ্যোতির্ময় রায় 


অভিশাপ দিও !
 কপাল ছুঁয়ে দেখো তুমি ছড়িয়ে গেছে তাপ 

বৃষ্টি ভেজার গল্প বলো তুমি 
     দিনের আঁচলে ভাসে জলছাপ 

তার বানান ভুলের গায়ে এঁকে দিও
                কালবৈশাখী।

রাত ।শহর তবে চায়ের কাপে।
        জ্বর খানিক ।

কাঁচের স্বপ্ন ভাসছে চোখে চোখে 
              মুখ লুকাই।ঘৃনা নিক...




#কবি_ও_প্রেমিকা 



©জ্যোতির্ময় রায় 


যদি বলি প্রিয়তমা,
 এ শহর আলপিন,চোখ ভেজাচ্ছেনা ।

হাওয়া হয়ে যাও জোনাকি 
       অভিমান,অবহেলা 
চিরকুট কবিতা।কাগজের ঠোঙ্গা..

দপ্তর পাল্টে ফেলছে বই খাতা 
     ম্যাগাজিন হয়ে যায় সব'ই 
তুকেনহাম।পিরামিড।মমি..

সেও ভেবে নেয় গৃহযুদ্ধে 
         মন পুড়েছে।আগুন...

ভুল ভেবেছো।পৃথিবীর বুকে ধোঁয়া 
   আসলে কেউ মরেনি।হয়েছে শুধুই খুন ।


#অনিয়ম  


©জ্যোতির্ময় রায় 


ধরে নাও আমিও আঙ্গুল গুণে গুণে 
আড়াই চাল।বেবাক হাওয়া।আচ্ছেদিন ...

     ওখানেও মোমবাতি জ্বালিয়ে।প্ল্যাকার্ড ।
        "রাস্তা মেরামত নয় ,একটা আস্ত দেশ দিন "

ধরে নাও কাদামাটি।খেলনাবাতি।ল্যাম্পপোস্ট।
শব্দ শুনে কান পেতে থাক।"আবোল তাবোল" হচ্ছে পোস্ট ।

সন্ধ্যা বেলার চায়ের কাপে দিন ফুরিয়ে গেছে 
                 যুদ্ধ তবে কই?সে খিদের রাতে?

ধরে নাও লিখছি না আর 
                   নিলাম পাহাড় ।ধাপ কেটে 
      আমিও শ্রোতা,আমিও পথিক
               ভীষণ কোনো অবাধ্যতায় হাটছে সে..।


#নিয়ন


©জ্যোতির্ময় রায় 


হয়তো দাগ কেটে গেছে।সরল রেখা 
         বিশ্বাসে।শেষ নিঃশ্বাসে...

আমিও কেমন অচেনা হয়ে যাই আজকাল 
         মোমবাতি হয়ে যায় রুমাল।মুখ।নিমেষে

চোখকে দিয়েছি ছাড়,চশমাই  মেঘ ভিজে 
আমার শহরে বৃষ্টি এলো কৈ?
            সায়ানাইড মেখে চুমু খায় শুধু  নিজে...

তবে ,
       মন খারাপের চুক্তিতে হোক সই।অকারণে  
              অভিযোগ।অভিমান।দূরত্বরা 
                    মাপছে জমি।অনিচ্ছা অনুসরণে



এরপর সংসারী হয়ে উঠে মন।বাজে কোনো স্বভাবে..
  পকেট হাতড়ে খুচরো পয়সার বাহাদুরি 
                সিগারেট । অভাবে ...



#কে তুমি?


©জ্যোতির্ময় রায় 


সেদিনের মত ভেজা আঁচল 
         চুল ধুয়ে যাক ঝর্ণা'র ..

বাতাসও বিদেশি ।কানে কানে উড়ে গুজব।জল।
              অহেতুক শব্দ দূষণ তার ।

মিছিলের মুখ হয়ে যায় ডাল ভাতের স্বপ্ন।বিপ্লব।
      গোপন প্রেমে।গন্ধ ভেঁজায় ঘামে।বৃষ্টি...

হেটে গেছে পথ।কাঁটাতার।ইমিগ্রেশন সব 
                 মেঘের চোখে মেঘ দৃষ্টি।

বিজ্ঞাপন হয়ে যাও তবে 
             দেওয়াল লিখন ।
পাথর বুকে প্রেম নেই'কো আর 
       জেগে থাক।রাত।মন খারাপির মন ...




#মন্দবাসায়


©জ্যোতির্ময় রায় 


ধরে নাও খুচরো কিছু মিথ্যে নিয়ে 
          গল্প লিখছি ভালোবাসা।
 প্রাচীর পেরিয়ে ,দেওয়াল পেরিয়ে।কাঁটাতার।
             পরদেশী মন।ইমিগ্রেশন।মন্দবাসা'র।

ঘৃণা'র চোখে হাসি মুখ।আঁচল..
     দূর করে দিতে আরও
                  মেঘ বলছে কৈ জল ?

কথারাও কেটে কেটে যাবে 
         অচেনা।ভীষণ আপন...
ভুলে গিয়েছে কবিতারা।অকারণ মনকেমন ...


কষ্ট হবে না একটুও ।না ফেরার প্রতিজ্ঞাও ভীষণ 
    পরের জন্মে ডাল ভাতের সংসারী হবো
              একচালা ঘর।ভীষণ পর তুমিও যখন..


#ধোঁয়া


©জ্যোতির্ময় রায়

যতদূর চোখ যায় 
           মৃত্যুর ভ্রুকুটি।আঙ্গুল।জলছাপ
আমার শহর ক্লান্ত বুঝি আজ?ভীষণ নিম্নচাপ!

প্রতিবাদ নেই ।মোমবাতি নেই।মিছিল নেই।শান্ত ?
গ্যাজুয়েট বেকার।সংসারী মন।ঘুম কই?
                           শুনশান সে প্রান্তর...

বারুদ মুখী কেউ নয় আর।বরং জলদাও।আগুন!
         মরছে না কেউ আসলে।হচ্ছে শুধুই খুন...



বেকার বলে কি প্রেম নেই?সরকার বলে দেশদ্রোহী 
               কাপুরুষ বলে প্রেমিকা তাকে 
                                হাসিমুখ মুখোশ কি ? 

পাথর নিয়েছে বুকে।সঙ্গে অল্প বৃষ্টি জল।দাগ..
                   খুচরো'র খোঁজে পকেট তোলপাড় 
                            কাকে দেখবে 
                               সে'অভিমানরাগ ? 


#হাত 


©©জ্যোতির্ময় রায় 


তুমিও ভাঙছো ভিতর ভিতর।শীত কাতুরে রাত
      দশ বাই দশ হাত ঘর।এই বেশ আছি 
                       "দারুণ অজুহাত"।

তুমিও কেমন মন খারাপে, গুনছো তারা।
             আমিও বুকের পাশে দাঁড়িয়ে দেখি 
                 ছায়ামানুষ। রূপকথা বলেছিল 
                  মুখোশ যারা।


সুনসান ওই পাহাড় কেটে,রাস্তা মাপি,জল কৈ ?
        ম্যাগাজিন হয়ে যায় গল্প গুলো কেমন যেন 
                           মুখ ? নাকি বই?



ঘুম ভেঙ্গে যায় হঠাৎ তারও।স্বপ্ন নয় সত্যি'ই 
      ব্যস্তবাগিস শান্ত ভীষন।যত্নে রাখে লাস্ট সিন
      মেঘ সাজিয়ে বৃষ্টি নিও। "একটু বাঁচতে দিন "



#শেষা‌ংক 


©জ্যোতির্ময় রায় 


এরপর দেশ ভাগ হয়ে যায়
     ভিনদেশী বাতাস।মাটি।আর ঘাস 

           নিয়মিত ডালভাতে।সে চোখে 
                       বয়ে আনে সর্বনাশ

তুমি প্রেম বলে আদর করো। বারুদ।রং তুলি'র
       তার  হয়তো বুকেও পেয়ে যাবে একদিন 
                   ঘিলুহীন পুলিশের গুলি ...।

তবুও পথে মোমবাতি হয়ে যায় কথা 
        মিছিল ভেবে।তবে এ পথ শেষ হবে 
                 বুকে বয়ে ব্যার্থতা ...

প্রেম নিয়ে আসুক মেরুদন্ড।তবে ...

কোন মন্তব্য নেই: