রাত জেগে থাকে তারপরও।রাত লেগে থাকে গলির মোড়ে ।আলোর ভিড়ে ভিড়ে মন পোড়ার গন্ধ পাবে তবুও ।শেষ ট্রেনে ফেরা হয়নি তার
সূর্য অস্ত গেছে তার আগেই,ল্যান্ড মাইনে ছিল পা ।।
রাত নামে চোখে ,চোখের আড়ালে রাত গুণে রাখে তারা।তারাই সাক্ষী ছিল প্রথম চুমুর ,প্রথম সে রাত,দশ দিন দশ মাস। আলোয় আলোয় সাজানো তাদের বারোয়ারীর উঠোন প্রতি বছর।তারা গুণে রাখে ছাদের হাটাচলা ,ছেলে-বৌমা কথা বলে না..
মুখ ঢেকে রাখা দিনে।আলো কিনে নিয়েছে ইজ্জত ।রাত নামে ,খদ্দের আসে ,রাতের ভিতর আর একটা রাত গুণে রাখে ফের ...
রাত্রি কিন্তু হয় না ,বেকার প্রেমিক কবিতার খাতায়
হয়েছে মুসাফির ....।
©জ্যোতির্ময়
#দুর্গা
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন