জানি না কেন বৃষ্টি পড়লেই মনটা
মেঘ নিয়ে নেয়।টুপটাপ করে জানালায় এসে ঝাপসা করে দেয় কাঁচ ,আমিও কেমন যেন আঙ্গুল নেড়ে নেড়ে ছুঁয়ে ছুঁয়ে দেখি ....
তারপর ভিতর ভিতর ভিজে যাওয়া উঠোন ,ঘাস হয়ে যাওয়া মাঠ ,কিংবা সিগারেট হয়ে উঠে
একলা হবার আস্পর্ধা।
ধরে নাও ,বৃষ্টিতে তোমার ভেঁজা চুলের গন্ধ এখন অসহ্য ,ঘামের শরীরে তোলপাড় করা পকেট
কিছু খুচরো পয়সা ..
আমিও তখন সংসারী হয়ে উঠতে পারিনি
রোজ হিসেবে ভুল হয়...
মন্ত্রী খোয়া যায় ভুল চালে তারপর .....
©জ্যোতির্ময়
মেঘ নিয়ে নেয়।টুপটাপ করে জানালায় এসে ঝাপসা করে দেয় কাঁচ ,আমিও কেমন যেন আঙ্গুল নেড়ে নেড়ে ছুঁয়ে ছুঁয়ে দেখি ....
তারপর ভিতর ভিতর ভিজে যাওয়া উঠোন ,ঘাস হয়ে যাওয়া মাঠ ,কিংবা সিগারেট হয়ে উঠে
একলা হবার আস্পর্ধা।
ধরে নাও ,বৃষ্টিতে তোমার ভেঁজা চুলের গন্ধ এখন অসহ্য ,ঘামের শরীরে তোলপাড় করা পকেট
কিছু খুচরো পয়সা ..
আমিও তখন সংসারী হয়ে উঠতে পারিনি
রোজ হিসেবে ভুল হয়...
মন্ত্রী খোয়া যায় ভুল চালে তারপর .....
©জ্যোতির্ময়
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন