জ্বলছে...হ্যাঁ গো জ্বলছে ভিতরের
সব অঙ্গপ্রতঙ্গ ..লাল নদীতে এক ফোঁটাও
বৃষ্টি নেই ,শুধু ধূঁধূ মরুভুমি ।
অন্ধকারের পথ হারিয়ে গেছে
একাকি গাইছি তাই বেঁচে থাকার গান ।
একটু একটু করে দূরত্ব বাড়তে বাড়তে
অতীত থেকে অনেকটা এগিয়ে
তবুও আমার পাহাড় বেঁয়ে রামধনু উঠে
হারিয়েও যায় আবার নিমেশেই।
শিশিরের কনা দূর্বা ঘাসের মাথায় জমলে
সূর্য্যের বিকরীত তাপে পারদ স্তম্ভে
সেই একশো চারের অনুভুতিরা বয়ে যায়
সারা শরীর বেঁয়ে ।
মৃত প্রেমের দুঃস্বপ্নরা এক একটা কবিতা
অভিমান..সন্দেহরা ভাইরাস প্রেমে
চাওয়া পাওয়ার হিসাবে ভুল করায়
স্মৃতি গুলো অজানতেই সিগারেটের মতো
জ্বালায় ভিতরটা ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন