রাস্তার দুপাশে সারি সারি মৃত্যুর স্তুপ
জলকাদাময় ,ঈর্ষান্বিত চোখে লালসি জিভ ।
মেয়ে মানুষ নাকি নরম শরীরে আঁচড়ে দেওয়ার
মতো নখে শিক্ষা গুরু নাকি ধর্ম নামক স্তুতি ?
জবাব আসে ? এক একটা মোমবাতি মিছিলে
মুষ্টিবদ্ধ হাতে পথ অবরোধ ,রাস্তা অবরোধ
আর ওদিকে রিপোর্টারের ক্যামেরায় পুড়ে যাওয়া
মুখ আবার জ্বলে জ্বলে উঠে ,সমাজে ।
আমরা বলি "ধর্ষিতা" ঠাঁই হয় না আর
সভ্য সমাজে। সোনাগাছিই বসত বাড়ি তার ।
অথচ সে বাঁচতে চায় ,আমরা বাঁচতে দেই না ।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন