কিছু স্বপ্ন ,কিছুটা বা আসায় ..
কিছুটা ভালবাসায় গড়ে ওঠা
জীবন ....হোক না ছলনা
হোক না কেনো কোনো অসমাপ্ত
গল্পের শেষ পাতা .....
তবুও জীবন চলে নদীর মতো
বসন্তে ফুল ফোটে ...ঝড়েও
যায় অজান্তে ...অন্তরালে
নিঃশব্দে্ কতো রাত্রি চলে যায়
কারো অপেক্ষায় থেকে থেকে
শুধু একটাই প্রতীক্ষা "আসবে বলে "
অথবা একমাত্র সন্তানের লাশ নিয়ে
বসে থাকা মায়ের দীর্ঘ আর্দণা্ত
"কেনো এতো রক্ত ঝড়ে
রক্ত দিয়েও ?আজও "
অবক্ষয় ......নবচেতনা্র বাণী
কত আসে ...পরিবর্ত্ণের
কতো প্রতিশ্রুতি ...ভোটের আগে
শুধু ক্ষমতা লাভের আসায়
বদলায় না কিছু .....
ধর্ষিতা নারী সমাজে ঠাঁই পায় না
পায় কি সটিক ভাবে ?
অথচ সমাজের দুষ্ট দানবের
লালসায় শিকার তারা
আবর্জনা না সরিয়ে ...পরিচ্ছন্নতা ..যেন আমাদের মিছিলের স্লোগান
পথে ,রাস্তার ধারে ,কিংবা
স্টেশনে শীত বস্ত্রহীন
অন্নহীন শিশুরা কাঁদে ....দুটো
পয়সা চায় ভাত খাবে বলে ...
..........পায় কি ?
টাকার অভাবে কতো দীপ
নিভে যায় ...অন্ধকারে
গভীর কোনো অজানায় ...
হারিয়ে যায় স্বপ্ন ......
কেন হারায় .....?
তবুও বাঁচে ...
বাঁচতে যে .....সবাই চায় ..l
অচেনা পথিক
03/01/16
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন