©জ্যোতির্ময় রায়
হোক যুদ্ধ ঘোষণা আবার,মৃত কবির কাফনে ইস্তেহারি,
প্রেম ভুলে যাক শব্দ গুলো,নরম শরীরের কারবারি ।।
মোমবাতি চুপটি করে মাশুল গুনে ইলেকেশনে,
কত লাশে? কে দিলো বাঁশ ? ভোটের বাজারে,ইমিগ্রেশনে ।।
রাত্রি হলেই যৌন গন্ধি ট্রিগারে,লিঙ্গ ঝোলাও,
সুযোগ পেলেই মরা বয়সেও হাত বোলাও।।
কেউ বাংলা খেয়ে ভীষণ রকম,কেউ খুলছে শাড়ি,
আমরা শালা বালছিঁড়ছি,কবিতা লিখে,ধর্ষিত আজকেও কোনো নারী ।।
আচ্ছে দিনে বাজার নাচে,ডিস্কো করে জিএসটি,
"বুলেট ছুঁবে" বললে কথা ,পঞ্চায়েতে কেউ একক প্রার্থী।।
সব চোরেরা গদিতে বসে ,পার্লামেন্টে বাঈজী নাচে
আইনকানুন টাকায় কেনা ,"আমার ভেবে করবো কি?"
এস বাংলা খেয়ে গান ধরি ,তারচে ....।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন