এই ব্লগটি সন্ধান করুন

শুক্রবার, ৩ মে, ২০১৯

ফিনিক্স



হাজার যন্ত্রনা বুকে ,বিষাক্ত ক্ষত ,
সূর্যের তাপে শুকিয়ে গেছে রক্ত । ।
ঘামের শরীরে ,হাজার স্বপ্নের বসবাস ,
আগুন ছোঁয়া রাস্তায় ,অ্যাটাক করে ভাইরাস ॥
তবুও চলেছি আমরা স্বপ্ন পূরণের আশায় ,
ধ্বংসের স্তুপ থেকে উঠে ,দেখো ফিনিক্স উড়ে যায় ... ॥
মেলেছি ডানা ,যদিও উড়তে নাকি মোদের মানা
চলছি তবুও মরিচিকার পিছু পিছু ,
ওই মরুভূমির পাশে আকাশ নাকি নিচু  ,
মুখোশের ভিড়ে ,জানা অজানা ॥
আমাদের মতো রোজ স্বপ্ন দেখে যারা
তাদের জন্যই তাদের  নিজেস্ব পৃথিবীতে ,
ছড়িয়ে দেই এক মুটো তারা ॥
তাদের ভালোবাসায়,তাদের পাশে থেকে 
জানি মোরা থামবো না কালবৈশাখীতে
চলবো করছি শপথ "সাহিত্যের পথে একই সাথে "॥

কোন মন্তব্য নেই: