এই ব্লগটি সন্ধান করুন

শুক্রবার, ১০ মে, ২০১৯

পাল্টে যায়


বাস্তব আর অবাস্তবের মাঝে
গল্পহীন কবিতা
সময়ের সাথে ভেসে চলা
তিস্তা নদীর স্রোত কিংবা
আমাজনের অন্ধকার ভরা অরণ্যে
আলোর প্রকাশ ....l

চেনা রাস্তার গলিটাও বদলে যায়
সময়ে সাথে সাথে শূণ্যস্থান
পূর্ণ হয় অথবা ...নির্জনতায় কাটে
দুপুর বেলা শুধু শূণ্য চারিদিক বলে l 

"তুমি যে গোলাপ চারা লাগিয়েছিলে
তোমার মনের বাগানে
ছোট্ট চারাটি বড়ো হয়
ফুল ফুটে ....আবার ঝড়েও যায়
অজান্তে ...সবার অলক্ষ্যে l

আমার ডায়রি খাতা শেষ হয়
কলমের যন্ত্রণা শুনতে পাই
একসময়  চিৎকার করে বলে 
"ছেড়ে দাও আমি সত্যি আর
সইতে পারছি না "
অনিচ্ছায় ছেড়ে দিতে হয়
হৃদয় কিন্তু ছাড়ে না
স্বপ্নের রং তুলিতে তবুও
কবিতা লেখে ভালোবাসার
কিংবা হারিয়ে ফেলার l

একদিন জানো আমার ছোট্ট
 আকাশের বুকে পাখি উড়ত
রামধনু খেলত মেঘে বৃষ্টি শেষে
নাহ্ ...বদলে গেছে
কালো মেঘে ভর্তি আকাশ l

চারিদিকে যতই দেখি
সব নতুন লাগে ....আরো নতুন
চেনা মুখ অচেনা হয়ে সামনে দাড়ায়
পাথর জমলেও হৃদয় কিন্তু বদলায় না
শুধু মনটা পাল্টে যায় অনিচ্ছায়.......l l

কোন মন্তব্য নেই: