এই ব্লগটি সন্ধান করুন

বৃহস্পতিবার, ১৯ জানুয়ারী, ২০১৭

চার দেওয়ালে

                          চার  দেওয়ালে
                       *************


                                            @জ্যোতির্ময় রায়






   জমছে কথার পাহাড় ,
   রাত জাগা দুটি চোখে হাজারো স্বপ্নের বাড়ি ,
    শূন্য রাস্তাটা চলে গেছে বহু দূর ,
    নিস্তব্ধ ল্যাম্পপোস্ট গুলি পাহারাদার সারি সারি ।।
     কাঁচের খাঁচায় বন্দি জীবন
     হিসাব খাতার জটিল সমীকরণে ।
    ভিতরের ছেলেমানুষিটা তবুও মরে না
    পক্ষীরাজে চেপে রোজ তেপান্তরগামী ।।
     পূর্বের জানালাটা খোলা থাকে
     সূর্য্যটা রোজ ছুঁয়ে যায় সকাল ।
    ওদের ইঁদুর দৌড়ের ব্যস্ত জীবন
    আর আমি পর্দা ঘের বেলকনিতে বসে
     চশমা আটি শক্ত করে ।
   সামনের ঝাপসা অন্ধকার গুলো পরিষ্কার হয় আস্তে আস্তে ।।

#তোর_জন্য



                          তোর_জন্য
                   *****************

                          @জ্যোতির্ময় রায়

তোর জন্য আমার আকাশে জ্বলে
হাজার সাঝ বাতি
তোর জন্য মনের ভিতর স্বপ্নের খেলনা ঘর পাতি ।
তোর জন্য ফোটে আমার মরুদ্যানে হাজার রকমের ফুল ,
তোর পৃথিবীতে জায়গা পাবো বলেই
তোর স্বপ্নেই মশগুল ।।
শূন্য ঘর আমার ছিল সাজানো একাকিত্বে ,
হঠাৎ এক আকাশ তারায় ভরে গেল ,তোর সান্নিধ্যে ।
পড়ে থাকা ছেড়া ডাইরিটা পেল জীবন
কাঁচের খাঁচা ভেঙ্গে মুক্ত হলো যে মন ।।
তোর জন্য আমার তুলসী তলায় জ্বলে প্রদীপ
তোর জন্যই বিপর্যস্ত জাহাজ আমার পেরোলো অন্তরীপ ।
তোর জন্য সূর্য্যটা রোজ পুবের জানালায় উঁকি দিয়ে যায়
তোর জন্যই হয়তো আজ আরো কিছু তোকে
নিয়েই মন লিখতে চায় ।।




রে_আমি_চোখে_দেখিনি(৭)