এই ব্লগটি সন্ধান করুন

শুক্রবার, ২০ জানুয়ারী, ২০১৭

এই শোনো(ei shono)



Image may contain: one or more people, sky, ocean, text, outdoor and water













...
                      






                                           এই_শোনো
                                    ***************
                        
                               জ্যোতির্ময় রায়




এই শোনো ..শুনতে পাচ্ছ কি ?
আমার ঘরে উড়ছে জোনাকি ,
দেখতে পাচ্ছ কি ?
তোমার চোখে মুখে ঠোঁটে
গোলাপ ছুঁয়ে ,হারাচ্ছি রোজ আমিও যে
তোমার ভালোবাসায় ........।।




এই শোনো ..শুনতে পাচ্ছ কি ?
আমার সমুদ্র তীরে আছড়ে পড়ছে ঢেউ
মনের গভীরে ,ঘুম সাগরে ,
কাগজের নৌকা ভাসাচ্ছে কেউ ।
তুমিও গোপনে ,সব কিছু বুঝে নিয়ে ,দুরে চলে যাও ।
ভালোবেসে আমাকে ,কেন তুমিও মুখ লুকাও ??




যত কাছাকাছি থাকা যায় ,ভালোবাসা বেড়ে যায়
ইচ্ছে গুলো মেলেছে ডানা
তোমায় ছাড়া আমারও ,কিছুই যে ভালো লাগছে না ।
যদি রেখে দিতে পারো ,থেকে যেতে পারি
ফিরে যেতে দিও না ।।
এই শোনো ..তুমি শুনতে পাচ্ছ কি ?
ভালোবাসো বলে ,বলতে লজ্জা তুমিও পাচ্ছ কি?
না না আর দুরে নয় ,কথা রেখে না জমিয়ে গোপনে
যত কথা আছে সব বলো ,যা আছে তোমার মনে ।।


ফিরে   যেতে  চাই


                  ফিরে   যেতে  চাই
               **************               

               জ্যোতির্ময় রায় 




...
তোমার প্রতিটি স্মৃতির টুকুরো গুলো
এখনো আমার ভিতর জ্বলে নিকোটিনে
মৃত্য পাহাড়ের বুকে শুষ্ক উপত্যকায়
এক ফোঁটা বৃষ্টিটাও খুব দামী ।
নাহ্ অহেতুক কথাবলা শুধু আমার
,অযথা নস্টালজিয়ায় পিছন ফিরে দেখা
সিগারেটের ধোঁয়ায় জীবিত হওয়ার চেষ্টা মাত্র ।।



অভ্যেস ওটা নয় গো ,বেঁচে থাকতে বদলে ফেলা ।
দূর থেকে আরো দূরে ,চেনা হতে হতে হঠাৎ অচেনা
আয়না ভাঙ্গে ,রেড সিগন্যালে আটকে যায়
চিঠি ..ট্রাফিক জ্যামে হারায় পথ, চৌমাথা মোড়ে ।
আনসিন মেসেজে সবুজ সিগন্যালের প্রতীক্ষা ।
থাক না হয় সেই প্রতীক্ষাই বেঁচে
ভালোবাসাটা মৃত ,স্মৃতিটুকুই না হয়
তোমার চাওয়া পাওয়ার হিসেবটা করে যাবে ।।




যদি টাইম মেশিনে আমার আকাশটা রেখে
এক সমুদ্র বৃষ্টি চাই ..মৃত পাহাড়ের বুকে
দেবে বলো ? ফিরিয়ে দেবে কি অরণ্য স্বপ্ন ?
শরীরে প্রতিটি কোশ জানে গভীরতা
নাহ্ সেভাবে নয় ...এবার সমাজ গড়বো
তোমার হাতে প্রাণ রেখে ।
যদি তুমি ফিরিয়ে দাও,
সে সবুজ অরণ্য মৃত পৃথিবীর বুকে।।