এই ব্লগটি সন্ধান করুন

শনিবার, ১৭ ফেব্রুয়ারী, ২০১৮

রংমশাল



©জ্যোতির্ময় রায়




আরো একটু আগুন ছুঁয়ে গেছে ঠোঁট ,
সেহিসাব মেলেনি আর ,সিঁড়িতে উঠতে হোঁচট ।।

তারপর পুড়েছে সিগারেট ক্লান্তিহীন চোখে ,
পা টিপে টিপে চলা হল শুরু অন্ধকারকে দেখে।।

কাঁটাতার গুলো বেওয়ারিশ গল্প লিখেছে অন্যকোনো ডাকনাম''এ,
"মুখচোরা ,আমিও জানি চোখ ফিরিয়ে নিতে ।।"

যে ইটপাথরে এঁকেছি সস্তার স্বপ্নগুলোর ঘর ,
"তোকে'ই" দিলাম এই আলোর মাঝে কাঁপতে থাকা শহর।।


না'হয় হলাম পরিযায়ী ,আরও একটু অচেনা,
আমি সেথায় হারালাম ,ভুল করে আর খুঁজো না ।।


বুধবার, ১৪ ফেব্রুয়ারী, ২০১৮

চোখের জানালায়



আজকাল আমিও অনেক বানিয়ে বলি কথা ,
চোখের ভিতর চোখে জল জমেছে ,বৃষ্টি হয়নি'তা ।।

ঘুম কিনছে রাত্রি ,উপোসি একাদশী ,
হয়তো তোকে নিয়েই ভাবাটা বাড়াবাড়ি একটু বেশি ।।

এভাবেই হয়তো রাতের মাঝে আমিও হারাবো ঠিক ,
জঠরে কথার যন্ত্রণা ,জমুক তবে ,দেশলাই সেও জ্বালিয়ে নিক ।।

একদিন আমিও কথার মাঝে ফুরাবো কোনো গল্পে ,
চোখের তারায় আলোআধারী'ই থাক আমার দেওয়ালে ।।

দেশ ছেড়েছি ,পায়ের তলায় নেই মাটি
একখানা আস্ত আকাশ চশমায় এঁটে এখন হাঁটি ।।