এই ব্লগটি সন্ধান করুন

বৃহস্পতিবার, ১৮ অক্টোবর, ২০১৮

এক শব্দে কবিতা









"আত্মাত্ম" 






©জ্যোতির্ময় রায়(18/10/17)


আত্ম+ আত্ম = আত্মত্ম (ভগবান) আবার ভালোবাসার সংজ্ঞা ও বলা যেতে পারে একে ।।আরো ব্যাখ্যা করা যায় এর ।সম্পূর্ণটা দিলাম না ওটা তোলা থাকলো ,#ইন_সার্চ_অফ বইটির জন্য ।।

আমার কথা

#আমার_কথা(২৬)

©জ্যোতির্ময় রায়

স্বপ্নরা আজকাল মুঠো ভর্তি শুকনো গোলাপ ,
বৃষ্টির ছোঁয়ায় তাজমহল আঁকে ড্রইং বোর্ড ।
শ্যাওলা জমানো দেওয়াল বেয়ে সর্পিল ভাস্কর্যে
মোমবাতি জ্বলে উঠে মাঝে মাঝে "ইচ্ছে ডানায় ".. . ।।

কিছু নরম উষ্ণতা গুলো শরীর ছুঁতে চায় ,
চুমুতে চুমতে শিউরে উঠে বুঝি লোম ?
গভীরতা মাপতে গিয়ে চোরাবালির পথ উঠে জেগে
প্লাবনে ভেসে গেছে আমার ম্যানগ্রোভ ।

পাহাড়ের পর পাহাড় ,নির্জন উপত্যকায় প্রেম খুঁজি
সামনে পা ফেলতেই হিমালয় জেগে উঠে শুধু ।
অভিমান গুলো তখন কাছে আসার থেকে দামি বেশি,
ছেলে মানুষী প্রেমীকি আদর ছুঁয়ে রেস্তুরাতে জ্বলতে থাকে মোমবাতি রাত ।।