©জ্যোতির্ময় রায়
ট্রেনের জানালায় ফুরফুরে শীত ছোঁয়া বাতাস
দূর ,ওই যে দূরে সরে সরে যায় গাছ ,কথারাও নেয় আজকাল দীর্ঘনিশ্বাস ।।
দূর,সে নয় দূর তবে।সাড়ে পাঁচ ইঞ্চিতে আটকানো দেওয়াল।
শুধুই ফিলিংস রেখো ভুলে,ফুলে।আজ না হলেও দেখা হবে কাল ।।
ক্লান্ত রাতের স্বপ্ন গুলো ল্যাম্পপোস্টময় গন্ধ ছড়ায় ।
ভিড় ট্রেন ,কিংবা ভিড় বাসে ,ট্রাফিক পেরিয়ে সেও যায় ।।
ভুল ঠিকানায় মাঝে মাঝে পরে পা ,পিছলে গিয়ে শেখা।
রিক্স টা ফিক্স রেখে ।দিদি ,আজ বা কাল ফের হবে দেখা ।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন