এই ব্লগটি সন্ধান করুন

বুধবার, ১০ অক্টোবর, ২০১৮

এবং তারপর আমি





(দ্বিতীয় অধ্যায় )

(এক)

এরপর রাস্তাগুলো যে যার মতো চলে গেছে । না ফেরানোর নামে ।
আসলে আমি আর কারো জন্য অপেক্ষা করি না ,যে চলে যেতে চায় ,তাকে বেঁধে রাখার কোনো মানেই হয় না ।যদি ভুল করে ফিরে আসতে ইচ্ছে হয় আসতে পারো ,দরজা খোলা থাকবে হয়তো সব সময় । আমি একবার চলে গেলে আর ফিরি না …...অপেক্ষা করেছিলাম একজনের জন্য ,ফিরাতে চেয়েছি বারবার ঘরে ,ফিরে নি ,এখন আর কাউকে ফিরে আসতে বলি না ,হয়তো ফিরে এলে ,আমায় হাটতে দেখলোও আর চিনবি না ,অভ্যাসে বদলে গেছে বিকেলের রোদ মাখা ঘামের শরীর ….

(সংক্ষিপ্ত)


কোন মন্তব্য নেই: