এই ব্লগটি সন্ধান করুন

শনিবার, ৩ নভেম্বর, ২০১৮

যেখানে সে নেই





যেখানে সে নেই এমন গল্প বল
বয়ে যায় সময় ,তবুও চোখে কেনো জল ?
যেখানে খোলা আকাশ ,যেখানে একলা বাতাস
গায় বেঁচে থাকার গান l
যেখানে আধমরা এই মনটা ফিরে পাবে প্রাণ l
স্মৃতির পাতায় লিখে রাখা সব কথা
পড়লে মনে দেবে না যে আর ব্যাথা l
স্বপ্নরা আর দেখাবে না তার মুখ
কোথায় গেলে পাবো বলো এই সুখ l l
জানালা জুড়ে রোদের খেলা
সূর্য্য কবে ডুবে গেছে, বয়ে গেছে বেলা l
শিশিরে কণায় মিশে গেছে মন
আমিও ভুলে যেতে চাই তার মতন l
বিকালের সেই একসাথে চলা
চোখে চোখ রেখে না বলা ,কথা বলা l
এমন এক ঠিকানায় মন হারিয়ে যেতে চায়
সারা পৃথ্বী খুঁজলেও যেনো সে আমায় না পায় l
যে রূপকথায় জমে না মেঘ
চোখে আসে না জল
যেখানে সে নেই এমন একটা গল্প বল
মনে যেনো না পরে তাকে
চোখে যেনো না আসে আর জল l l

কোন মন্তব্য নেই: