এই ব্লগটি সন্ধান করুন

রবিবার, ২ ডিসেম্বর, ২০১৮

ঘুম মেশিন




         

সময় কাটছে ..ঘড়ির কাঁটায়
ঘুম মেশিন ..অকেজো ..বর্তমানের পাতায় ।
ঘুমহীন রাতে ..রক্তাভ প্রভাতের আাগে
স্বপ্নরা থমকে দাঁড়ায় ..ঠিক চৌরাস্তায় ।।
মৃত পৃথীবির বুকে মৃত সভ্যতায় মরছে বিবেক
মরছে মনের কল্পনা ..ভাঙ্গা কাঁচের তৈরী আয়নায়
তুমি মুখ দেখো না আর তাই ।।
না না না ..ভাঙ্গা কাঁচে ঝাপসা অন্ধকারে
আর এগিয়ে যেও না ।।

ঘুম মেশিন ...স্তব্দ
সময় তবুও ছুটে চলছে ঘড়ির কাঁটায়
অশরীরি মন ..গল্প শোনায়
মিছিলের ভিড়ে বিজয়ের পতাকা উড়ে
মুষ্ঠিবদ্ধ হাতে প্রতিবাদী হুংকার
বদলে যাও ..বদলে ফেলার ।।
রাত পোহাবে বলে ..রাত পাখি উঠছে ডেকে
তোমার আমার ভিতর প্রভাতের সূর্য্য তেজ উঠুক জেগে
....বদলে ফেলে ..বদলে ফেলার গান চলো গাই ।।

০২/১২/১৬

কোন মন্তব্য নেই: