এই ব্লগটি সন্ধান করুন

শনিবার, ২২ ডিসেম্বর, ২০১৮

খেলা


রোদ কুড়োতে কুড়োতে দিগন্ত রেখায় ইতিটান এঁকেছে রংতুলি ।
কোথাও ছাই রঙের আকাশ ,কোথাও আগুনের ফুলকি,
সবুজ টেনে ,হলদে হয়েছে  ধূসর নীল নদের গতি পথ ।
নক আউট হতে হবেই ,আড়াই চালে চেকমেট তারপর ।।

কিংবা অল্প দামে বিকিয়ে দিয়েছে শরীর
"দু মুটো  ভাতের চাহিদা অনুযায়ী "।
গদি পেলেই উল্টো ডিগবাজি ।।

তুমি আমি সব জেনেও দর্শক ।
সেলেব্রেটি ততদিনে এ দেশে ধর্ষক ।।
সুইচ ব্যাঙ্কে আত্মঘাতী কৃষকের সুদ বাড়ে ।
নিউজ হয় না ওসব ।

কোন মন্তব্য নেই: