#প্রফেসর_হার্দিক_পান্ডের_ডাইরি
**********************************
\*********√*******\\
\* * *"\\
\* * *\\
\*********^********"\
'"""""""""""""""""""""
@স্বপ্নপ্রিয় দাশগুপ্ত ওরফে অজ্ঞাত অচেনা
(প্রথম পর্ব )
(এক)
*****************
সকাল ..নাহ্ দশ বছর হলো চোখে দেখিনি ।সূর্য্য ডোবা বা উদয় সেই ছোট্টো বেলায় যা দেখছি সেটাই এখনো মনের কল্পনায় আঁকিবুকি মারে ,সিঁদুরে মেঘের আলাড়ে সাদা বকের বাড়ি ফেরা বা ওই পরন্ত বিকেলে সরষে ফুলের হলুদ চাদরে মুড়ি দেয় মাঠ ।এখন শুধু চাঁদ দেখি ..রাতের অন্ধকারে চাঁদ থাকুক বা না থাকুক আকাশ ভরা তারাদের মেলাই অন্ধকারে পথ দেখায় ।। মায়াবি স্বান করে জোছনায় বারান্দার কলকে ফুলের গাছটাও ।মনের সমুদ্রে পথ হারায় ইচ্ছেরাও ..ভুল করে ঢোকা শঙ্খচিল সেও আসে না আর ।রক্তের ছোপ ছোপ দাগে রঙ্গিন ব্যালকনির পর্দা গুলো ..আর বেডে মায়াবি ঘুমের নেশা নিকোটিনকেও হার মানায় ।তবে হেরে যাওয়া সেটা নয় ..হেরে গেলেই অভিনয় গুলো পরপর পরিষ্কার হয় আর তখন চেনা মুখ গুলো মনে হয় কয়েক হাজার বছরের পুরোনো ।।মাঝ রাতে হিংস্র পরুষের শরীরও তখন অনুভুতির চরম মাত্রায় কমলা লেবুর খোঁসা ছাড়িয়ে মিষ্টি রস চুসে খায় ।অবলা সেই নারীটি পরের দিন হয় নষ্ট মেয়ে নিউজ পেপারের হেড লাইনে ।।সুইসাইড বোমার থেকেও ভয়ঙ্কর আতঙ্কে ভরে যায় জীবন ।আর্তনাদে ভরে যায় সংসার ।।
আজ রবি বার ছুটির দিন ।স্টেশনে আড্ডা বসে চায়ের দোকানে ।সময় কাটে ঘড়ির কাঁটায় টিক টিক শব্দও হারায় ট্রেনের সাইরেনে ।আনন্দবাজার পত্রিকা ,১২/১২/২০৩০ রবিবার ।হেড লাইন বিখ্যাত বিজ্ঞানী প্রফেসর হার্দিক পান্ডে নিখোঁজ ।
তারপর .......
(ক্রমশ )
**********************************
\*********√*******\\
\* * *"\\
\* * *\\
\*********^********"\
'"""""""""""""""""""""
@স্বপ্নপ্রিয় দাশগুপ্ত ওরফে অজ্ঞাত অচেনা
(প্রথম পর্ব )
(এক)
*****************
সকাল ..নাহ্ দশ বছর হলো চোখে দেখিনি ।সূর্য্য ডোবা বা উদয় সেই ছোট্টো বেলায় যা দেখছি সেটাই এখনো মনের কল্পনায় আঁকিবুকি মারে ,সিঁদুরে মেঘের আলাড়ে সাদা বকের বাড়ি ফেরা বা ওই পরন্ত বিকেলে সরষে ফুলের হলুদ চাদরে মুড়ি দেয় মাঠ ।এখন শুধু চাঁদ দেখি ..রাতের অন্ধকারে চাঁদ থাকুক বা না থাকুক আকাশ ভরা তারাদের মেলাই অন্ধকারে পথ দেখায় ।। মায়াবি স্বান করে জোছনায় বারান্দার কলকে ফুলের গাছটাও ।মনের সমুদ্রে পথ হারায় ইচ্ছেরাও ..ভুল করে ঢোকা শঙ্খচিল সেও আসে না আর ।রক্তের ছোপ ছোপ দাগে রঙ্গিন ব্যালকনির পর্দা গুলো ..আর বেডে মায়াবি ঘুমের নেশা নিকোটিনকেও হার মানায় ।তবে হেরে যাওয়া সেটা নয় ..হেরে গেলেই অভিনয় গুলো পরপর পরিষ্কার হয় আর তখন চেনা মুখ গুলো মনে হয় কয়েক হাজার বছরের পুরোনো ।।মাঝ রাতে হিংস্র পরুষের শরীরও তখন অনুভুতির চরম মাত্রায় কমলা লেবুর খোঁসা ছাড়িয়ে মিষ্টি রস চুসে খায় ।অবলা সেই নারীটি পরের দিন হয় নষ্ট মেয়ে নিউজ পেপারের হেড লাইনে ।।সুইসাইড বোমার থেকেও ভয়ঙ্কর আতঙ্কে ভরে যায় জীবন ।আর্তনাদে ভরে যায় সংসার ।।
আজ রবি বার ছুটির দিন ।স্টেশনে আড্ডা বসে চায়ের দোকানে ।সময় কাটে ঘড়ির কাঁটায় টিক টিক শব্দও হারায় ট্রেনের সাইরেনে ।আনন্দবাজার পত্রিকা ,১২/১২/২০৩০ রবিবার ।হেড লাইন বিখ্যাত বিজ্ঞানী প্রফেসর হার্দিক পান্ডে নিখোঁজ ।
তারপর .......
(ক্রমশ )
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন