এই ব্লগটি সন্ধান করুন

সোমবার, ১০ ডিসেম্বর, ২০১৮

দেখা





ব্যস্ত সময় ঘুম কেড়েছে ,আচ্ছে দিনের স্বপ্ন বাড়ি ।
সকাল বেলায় ঘুমিয়ে পড়ে চোখ।চার্দেয়ালের ঝুলছে ঘড়ি ।।

ভীষণ রোদে মন পুড়েছে,ফোস্কা হাতে গল্প বুনি ,
রিংটোনরা হারিয়ে গেছে।কলিং বেলে ফিরতি পথের গান শুনি ।।

চুমুর বড়ি আর লাগে না,ঠোঁটে মাঝে কথার লুকোচুরি।
গানের ভাষা কে বদলেছে?মেঘের ভেলায় উড়ছে ঘুড়ি ।।

ঠিক তখনই সন্ধ্যা হবে ,স্লোগান কোনো ভালোবাসা।
ভুল করবে যেনেও ,যে পথে তার নিত্য যাওয়া আসা ।।

কোন মন্তব্য নেই: