এই ব্লগটি সন্ধান করুন

সোমবার, ১০ ডিসেম্বর, ২০১৮

চুপ কথা (১)





ঘুম পোড়ানো রাতের মত,শব্দগুলো নিঃস্তব্ধ থাক।
পুড়ছে হৃদয় ঝরো হওয়ায়,পথের মাঝে হঠাৎ কোনো বাঁক ।।

জীবন তখন অল্পদামি ,গোলাপ জলে মাখা ,
চোখের চোখ খুঁজেছে ,হয়নি দেখা ।।


এমনি করে পেরিয়ে আসা কয়েক শতাব্দী,
সন্ধ্যে হওয়ার আগেই ফেরার কথা ছিল,ফিরছি না আমি ।।

এখন শুধু বৃষ্টি মাপি ,ভীষণ মনের ওজন ।
মেঘ জমেনি আর,ভিড়ের মাঝে একাই আমি,ধোঁয়ায় আঁচে এই জীবন ।।

কোন মন্তব্য নেই: