চশমার কাঁচে ফের রোদ ছুঁয়ে গেছে ,
আঙুলের ফাঁকে ফাঁকে বিরামহীন স্রোতে
ভাসা ভাসা কথায় ,ভালোলাগার স্লোপ ।।
আমি হেঁটে চলেছি পাহাড় থেকে জলপথে
শহরে অলিগলিতে ,নতুন চালের ভাতে
দু একটা আলু সেদ্ধ আর পেয়াঁজ মাখায় ।।
এইভাবে বছরের পর বছর নবান্নের অপেক্ষায়
সাঁঝ বাতির আলোয় খুঁজে ফেরা ঠিকানা ।
"মনের মানুষ" তখন পরদেশীয় ভিসায় নাম লেখে ।।
আলোক বর্ষ দূরের কোনো গ্রহে জন্ম নেয়
তখন ভালোবাসার অন্তরিপ ।
আগন্তুক বিজ্ঞাপন দেয় দেওয়াল লিখনে ।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন