এই ব্লগটি সন্ধান করুন

মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর, ২০১৭

মন আমার




মন আমার 


©জ্যোতির্ময় রায়


কিছু রোদ কুড়িয়ে রাখি ,হাঁটু জল ভেঙে ।
কিছু জোনাকি ছড়িয়ে দেই ঘুমহীন রাতে ।।
এঁকে বেঁকে চলে গেছে নদীপথ ,সময়ের ফাঁকে ফাঁকে
এ পাথুরে জীবন ,বৃষ্টি খুঁজে তখন পাল ছেঁড়া নৌকায় ভাসবে বলে ।।



মাঝে মাঝে পাগলামি ,ইচ্ছেরাও দেয় পারি
সব ছেড়ে দিয়ে মেঘের ওপারে ,"আজ ভাব তো কাল আড়ি"।।
হঠাৎ দেওয়াল লিখনে "মন খারাপ" অহেতুক অযথা ,
ঠোঁটের মাঝেই শব্দ হারায়,আপন মনেই বলে কথা ।।


হঠাৎ ইতিহাসে গিয়ে ছুঁয়ে দেয় প্রেমিকার ঠোঁট ।
নিজেই নিজের বিবাদ লাগায় ,খুঁজে বেড়ায় ভুলে যাওয়ার আন্টিডোট।।

শুধু তোমাকেই (Just You)





শুধু তোমাকেই 
***********

©জ্যোতির্ময় রায়



কিছু মেঘ সাজিয়ে রাখি এখন ওই চাঁদেও ,
চুমুর উষ্ণতায় বরফ গলে গেলেও
"কই সুনামি তো হলো না"।
সুরে সুরে তাল মেলাতে গিয়ে কথা হারায় এখন ।
মৃত মন।মেটাস্টেবেল। বন্ধ তোমার জানালা ।।



রং পরে ।রং তুলির ছোঁয়ায় চোখ মায়াবী ।
পেন্ডেলে পেন্ডেলে আগমনী সাজ সাজ রব।তুমি
রূপকথার গল্প হয়ে বানভাসি তখনও ।
রোহাঙ্গির আর্তনাদ পৌঁছায় না।ধর্ম আলাদা দেশও।।


নির্বাক দর্শক বারুদে জ্বালায় সিগারেট কিংবা শীতঘুম ।
আগমনী আসে ।প্রেমিকার ছবিতে উঁকি ঝুঁকি।নিঝুম
রাত্রির কিছু জোনাকিও ফসফরাসহীন ।চশমা ভাঙা ।
আমার আমি ,তোমার তুমিতে এখনও হয়তো রাঙা ।।


সোমবার, ২১ আগস্ট, ২০১৭

তখন তুমি






হাঁটু জল ভেঙে ছেঁড়া পালের নৌকাটি ভেসে যায় 
তোমার শহরের প্রাচীর বেঁয়ে । শেষ রাতের কালবৈশাখীতে 
ল্যাপপোস্ট গুলো ভেঙে গেছে ,যানজটে রাজপথ ।। 

ভুলে যাওয়ার বাহানা গুলো চোখে ধুলো দেয় তখন ।
মন খারাপের মন খারাপ গুলো ইচ্ছে ডানায় 
মেঘের নৌকা সাজায় আরো একটা ।। 

নাটোরে বনলতা সেন তখন রংতুলি হয় ।
দত্তকি মন তিস্তার বাঁধ হয়ে আকাশের তারা গুনে ।। 
চাঁদে তখনও দুএকটা ভাঙা আয়নার টুকরো ।।

শুক্রবার, ১১ আগস্ট, ২০১৭

তোমার রং তুলিতে




#তোমার_রং_তুলিতে
************************

জ্যোতির্ময় রায়



অভিমানটা আজো জানি তোলা আছে
ছোট্ট ছোট্ট ভুলের মাশুল চক্রবৃদ্ধিতে দুরত্ব।
কত শ্রাবন গেল ...কত মেঘ জমলো কই
তুমি যে ছবি আঁকবে বলেছিলে ,এঁকেছো ?
তোমার রং তুলিতে মনের ক্যানভাসে
শূণ্য পাতায় অবস্থান ..........।
তুমি বলতে আমার চোখ আঁকতে এক শ্রাবন মেঘ লাগবে
কত মেঘ জমলো আজো শূণ্য খাতায় আমার চক্ষুহীন প্রতিছব্বি
কানে দুল দেবে ....চুলে হলুদ ফিতে
লাল শাড়িতে তোমার পাতায় .....।
আজ কত বছর গেল ...অভিমান গুলো জমতে জমতে বারুদ
তোমায় পুড়িয়েছি ...না পাওয়ার যন্ত্রনায়
তবে নিজে পুড়েছি অনেক  ।
তুমি সব জানতে ।
ব্লাড ক্যান্সার যে আমায় নিয়েছে
তোমার থেকেও আপন করে ।
আচ্ছা তোমার তুলিতে আগুনের রং আছে  ?
আমার শাড়িতে আগুনের রং দিয়ো
আমি সেই আগুনে জ্বলতে থাকবো .....
আমার এই নিষ্টুর অভিমানি মনটা যেন ছাই হয়ে যায়
আর সেই ছাই দিয়ে চোখ এঁকো শেষবারের জন্য
 যেন চোখ খুলে দেখি তোমায় ....
আর একবার .....শুধু আর একবার ....।।

রবিবার, ২৩ জুলাই, ২০১৭

একদম ব্যক্তিগত কিছু কথা





জ্যোতির্ময় রায় ,পিতা -লজেন চন্দ্র রায়, মাতা-
প্রভাতী বালা রায়  ,দঃ দিনাজপুর জেলার কুশমন্ডি থানার -লোহাগঞ্জে গ্রামে জন্ম ।ছোটোবেলা থেকেই সাহিত্যে আকর্ষন ছিল প্রবল তথাপি এখন তিনি বিজ্ঞানের ছাত্র ।বর্তমানে মেডিসিন নিয়ে পাঠরত BCDA College of Pharmacy and Technology তে।অচেনা পথিক ছদ্ম নামে প্রথম কবিতা লিখতে শুরু করি ।তারপর "অজ্ঞাত অচেনা"নামেও লেখা শুরু করি একসময় ,বর্তমানে "অজাত শত্রু" নামে লেখি মাঝে মধ্যেই


নাহ আমি হয়তো কবি নই ,তবে মনের কথা গুলো জমতে মনের কথাগুলো আর শব্দগুলো জমতে থাকে ভিতরে ,শব্দ সাজাই তাই ,একটার পর একটা ।
আমি ছন্দে বা তাল ,মাত্রা এসব কিছু ই বুঝি না বলতে গেলে ,তবে শব্দের পর শব্দের সাজতে ভালো লাগে ,একটা ভাষা খুঁজে পাওয়ার ..একটা অর্থ বহ  ব্যাকমালা । আর এই শব্দ সাজাতে সাজাতে ...কিছু লিখে ফেলেছি । দুর্ভাগ্য বসত একটা সিরিজও প্রকাশ করতে পারিনি ..প্রকাশ করতে যে টাকা লাগে । টাকা কোথায় পাবো । তাই এই ব্লগ । পাশে থাকবেন আসা করি ।



ছবি আঁকা শুরু করি ২০১৮ জানুয়ারি থেকে ,একদিন পেন্সিল নাড়াতে নাড়তে হঠাৎ করে ছবি হয়ে যায় প্রিয়মুখ ,তারপর থেকে এখনও শিখছি একটু একটু করে

আমি আজ পর্যন্ত যা লিখছি তার একটা ডিটেইলস দিলাম নিচে ....

কবিতার সিরিজ
****************
       কাব্য গ্রন্থ                        কবিতা সংখ্যা
       ***********                *************
 1. অপরুপা তুমি(2010)”, ------- ২৫+৫
 2. ”অচেনা পথিক(2014)”,”-------   ১০০
 3. প্রিয় বন্ধু (২০১৪-)        --------- (১০)
 4. প্রতিবাদী(2015)”,”      --------- (১৫)
 5.নষ্ট দুহিতা (২০১৪-) ----(৩)
 6.নীলাঞ্জনা তোমাকে(2015-17),দিগন্ত ব্লক ও প্রতিলিপিতে প্রকাশিত (২০১৭) ----- (৩৬)
 7.একটা গল্প ছিল(2015)”,”    ------- (১৫)
 8. আমি ভিজতে রাজি এই বর্ষায়(2016)”,” ---(১৫)
 9. রাধিকাপুর এক্সপ্রেসের জেনারেল বগি(2016)” ----( ২০)
 10. পূজোর ক্যানভাস(2016)”,”  -----(১৪)
 11. আগামীর জন্য(2016-)    -----(৫)
 12. শেষ রক্ত বিন্দু(2016-)”,” ---- (৮)
 13. অব্যক্ত(2016-)”,”  -----      (৫)
 14. ভালোবেসে সখি(2016)প্রতিলিপিতে ----( ১৫) প্রকাশিত (২০১৭)
 15. তুমি যে আমার (২০১৬-) ----(২৫)
 16. স্বপ্ন সম্ভার (২০১৬- )   ---- (১০)
 17. আমার কথা (২০১৪- ) ------ (২৫)
 18. প্রেম ইজুক্যাল টু (২০১৬- ) (যৌথ ) --- (২০)
 19. অজ্ঞাত অচেনা (২০১৬-) ---- (৮)
 20. ওরা (২০১৬-') -------- (১৯)
 21. শিরোনামহীন (২০১৪-) --- (১০)
 22. কিছু কথা ( ২০১৫- ) --- (২০)
 23. আমার কলেজ ও আমি (২০১৫-)----(৩)
 24.তারে আমি চোখে দেখিনি (২০১৬-১৭ ) প্রতিলিপিতে প্রকাশিত (২০১৭) --- (২৫)
 25. আমি ২০৩০ বলছি (২০১৬- )---- (৩)
 26.. নিকোটিন ( ২০১৬- )--- (২)
 27. বৃষ্টি ভেঁজা স্বপ্নের ঠিকানায় (২০১৬ -) ---(৮)
 28. এবং ব্যক্তিগত (২০১৭- ) ---- (১০)

 29. শব্দ নিয়ে খেলা (২০১৭-)(কিছু এক্সপেরিমেন্টাল কবিতা ) --- (৮)

 30. চশমা (২০১৭- ১৮) ---- (১২৫) প্রথম পর্ব, দ্বিতীয় পর্ব(২০)

 31.এক্স ক্রোমোজমাল ফ্যাক্টর (২০১৭-) --- (৮)
  32. আগন্তুক (২০১৭ -১৮)----- (২৫)
  33. ইন সার্চ অফ (কিছু রিসার্চ ও এক্সপেরিমেন্ট) (২০১৭- ১৮) --- (১৫)
34. জুঁই (২০১৮- ) ---- (১৫)



 #গল্প

 1. চোর চোর(2012)”,”প্রকাশিত 2016 ঝিঙে ফুল সাহিত্য পত্রিকায়
 2. ধ্বংস হবে(2012)”,”
 3. ক্ষনিকের বন্ধুত্ব(2013)
 4. “,”আমি তার পর (2013)”,
 5. দোষী(2012)”,
 6. বউ কথা কও (২০১৭)( অসম্পূর্ন)
 7. নষ্ট ছেলে (২০১৭)(প্রতিলিপিতে প্রকাশিত(২০১৭)
 8. রং নাম্বার (২০১৭)
  9. বেইমান (২০১৮) (অসম্পূর্ন)
  10. জুঁই (২০১৮) ( লেখা চলছে)

উপন্যাস
 1. প্রফেসর হার্দিক পান্ডের ডায়রী (২০১৬- )(প্রথম অধ্যায়)
 2. এবং তারপর আমি (২০১৭ - ) (আত্মজীবনী ) (প্রতিলিপিতে ধারাবাহিক ভাবে লিখছি) ( প্রথম অধ্যায় সম্পূর্ন)

একটি হাস্যকৌতুক নাটক “টোসার দুঃখ(2013)”
নাটক :
 1. ব্রেক আপ (২০১৭ )

 ( বি:দ্র: "-" লেখা চলছে )

এবার প্রশ্ন একটাই কটা বই প্রকাশিত হয়েছে ?
উত্তর: একটাও না । টাকা নেই ।

তবে হ্যাঁ বেশিরভাগ লেখাই
আমার ব্লগে
https://jyotirmoyroybcda.blogspot.com
কিংবা দিগন্ত ব্লগে (http://www.digantopatrika.com/blog/literature/poem/tare-ami-chokhe-dekhini-jyotirmoy-roy/)
কিংবা ,ছোটো কবিতা (http://chhotokabita.com/author/jyotirmoy/
 কিংবা , বাংলা কবিতা (http://www.bangla-kobita.com/jyotirmoyk/)
কিংবা, প্রতিলিপি (https://bn.pratilipi.com/user/%25E0%25A6%259C%25E0%25A7%258D%25E0%25A6%25AF%25E0%25A7%258B%25E0%25A6%25A4%25E0%25A6%25BF%25E0%25A6%25B0%25E0%25A7%258D%25E0%25A6%25AE%25E0%25A7%259F-%25E0%25A6%25B0%25E0%25A6%25BE%25E0%25A7%259F-fqdr87a50s?action%3Dlist_contents%26state%3DPUBLISHED&hl=en-IN)তে পাবেন

আর কিছু কবিতা ,কিছু গল্প চিরতরে ঘুমিয়ে আছে আমার ছেড়া ডাইরির পাতায় , ।

সব থেকে বেশি লেখা পাবেন আমার পেজে
https://www.facebook.com/achenapothikjyotirmoy/

শনিবার, ১৭ জুন, ২০১৭

সমাধিসত্ব স্লোগান(Samadhistwa slogan)


সমাধিসত্ব শ্লোগান 
*****************


©জ্যোতির্ময় রায় 

##
আমার শরীরে বয়ে চলে স্তব্ধ লাভার স্রোত 
সেই মেয়েটির গলায় ফাসঁ দিল ,চিরকুট  হাতে "ধর্ষিত "। 
তুমি মোমবাতি হাতে করলে রাস্তা অবরোধ । 
ভালো মানুষি কাপুরুষত্বা ,অভিশাপে ধ্বংস হোক "মুখোশি  অভিনয় যত "॥ 
বহুবাদী জন্তুতে  সমাজ শাসিত ,মুষ্টি বদ্ধ হাত আজ মৃত ..... ॥
 

##
"কি পেলে মিছিলে পথ হেঁটে ? কিছু বাস ট্রাকে  আগুন জ্বালিয়ে ?"
"তার থেকে তুমি কখনো আমি হয়ে জন্ম নিও 
আমার মতো তুমিও যেন শাস্তি পেও "
সমাধিসত্ব ছিঁড়ে খাওয়া শরীরের শেষ চাওয়া প্রার্থনাতে  .... 
ধ্বংস হোক এই ঘৃণ্য সমাজের   বিকৃত ব্যাধি যত ॥ 
 

##
সংবাদ শিরোনামে আজ বিক্রি হয় প্রতিশ্রুতির বিজ্ঞাপন ,
ভগবান নির্লজ্জ দর্শক ,সমাজের অগ্রে কালো পতাকা 
"যার আছে বেশি ,সে আরো চায় " । "চুপ কর তোর মাথা ব্যাথা অযথা "
হুমকিতে স্তব্দ সত্যিরা । "বিজয় মিছিলে মিথ্যের মাথা উঁচু এখন " ॥ 
মোমবাতি মিছিলে পুড়তে থাকে লাল নীল স্বপ্ন গুলো তার .... ॥ 

##
"নাহ আর নয় কোনো প্রতিবাদ ,নয় অবরোধ ,কিংবা সংবাদ শিরোনাম "
"কোনো সাম্য বিচার ,কিংবা রাজনীতির ঘৃণ্য রঙ কোনো ",
"আমার মৃত্যুতে এই অমানবিকতায় অভিশাপ নেমে আসে যেন । "
" যেন  এই পৃথিবী আর এক নাম হয় আমাদের বেঁচে থাকার উপাদান " ॥ 
আমার এই সমাধিসত্ব শ্লোগান "সাদা স্বপ্নরা যেন মরে না যায়  কারো আর "॥






শুক্রবার, ১৬ জুন, ২০১৭

মৃত্যু(Die)


#মৃত্যু
*****


©জ্যোতির্ময় রায়


##
ওই দেখো ওই দূরে মায়াবী আকর্ষণ
ওই যে কাঁটা তার পেরিয়ে ,চীনের প্রাচীর
ওই যে শুকনো গোলাপ ,পাখি হারায় নীড় ।
নীরবে চলে যায় কত শুক তারা ,ব্ল্যাক হোলে কখন ??
           

##
সময় ,ও সময় পারবে বলে দিতে আমায়
কেন রয়ে চলে নদী ? কেন চোরা বালি ফাঁদ পেতে ?
আমার বসত বাড়ি তো আমারি !,তবুও হবে যেতে ...
ওই যে কালো পতাকার উড়ছে ,হাহাকার ,সেখানটায়  ... ॥

##
আমিও চলছি ,তুমিও ... নিরব গুপ্ত ফাঁদ,
সূর্য উঠছে রোজ ,দিনের আলোয় চোখ মেলে দেখা
তোমার চাওয়া পাওয়ার হিসাব ইতিহাসের পাতায় থাকবে লেখা ।
হাসতে কাঁদতে প্রহর কখন চলে যায় ,এই বুঝি হল রাত ॥