এই ব্লগটি সন্ধান করুন

শনিবার, ৩০ সেপ্টেম্বর, ২০১৭

জাগো মা


  জাগো_মা
  *********
@জ্যোতির্ময় রায়
ওই দূরে ওই যে দূরে শঙ্খবাজে
ভোরের এই আলোতে কার রেডিওতে
যেন মহালয়া বাজে |
মা আসছে ..কে যেন গায় আগমনী
কে যেন জপে জাগরণের মন্ত্রখানি ।
"যা দেবী সর্বভূতেষু মাতৃরূপেন
সংস্থিতা-নমস্তস্যৈ নমস্তস্যৈ নমঃ নমঃ।"
জাগো মা ..জাগো দশভুজাদুর্দশাদামিনী
গ্রহন করো মা এই দীনের প্রার্থনাখানি ।
বিশ্বজুড়ে আজ শুধু যুদ্ধ ও মারামারি
ধর্ম নিয়ে আজ ধর্মগুরুদের ভণ্ডামি
সন্তানহারা মা যে একলা কেঁদে যায়
যারা নিরীহ তারাই শুধু সাম্রাজ্যবাদীদের
আগ্রাসনিতে প্রাণ যে হারায় ।
উগ্রবাদের দানব নৃত্য যে মা আজ সব খানে
কতো অভিশপ্ত প্রেমের ভ্রুণ ছুঁড়ে ফেলা হয়ে ওই ড্রেনে ।
উচুঁনিচু এই বিবাদ বিভেদ কেন মা আজও জগৎ জুড়ে
ভালোবাসা হারিয়ে কত প্রেমিক আজ ভবঘুরে ।
ধোঁয়াশা আজো কেন বলো মা ওই অন্ধকার ওই গ্রামে,
প্রতিদিনই ওই অন্ধকার গলিতে অসুররা যে
কতো মা বোন কে খায় ছিঁড়ে ।
তাই তো মা ডাকছি তোমায় আজ আমি
ঝাপসা পথে রোজ এক পা এগোই
গাইছি আজ আগমনী ।।
ধ্বংস করো ওই উগ্রবাদের ওই আগ্রাসি
দাও মুছে হিংসাবিবাদ ,দাও মুছে পৃথ্বীর আঁখি
নির্বলেরে দাও শক্তি ,করো সাহসী ।
শান্তি আসুক মা গো এই আর্তভুবনে
প্রতীক্ষায়িত যে আমরা যে মা তোমার জাগরণে ।।
জাগো মা ..জাগো ..সত্যিকরে জাগো
জাগো হে দশভূজা দুর্গতনাশিনী জাগো
করজোড়ে ডাকছে যে সবাই
এই আর্তি একটু শুনো জগজ্জননী মাগো ।।

রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৭

সফর

#সফর
©জ্যোতির্ময় রায়
ভিড় ঠেলে আরো একটু এগিয়ে কিংবা ট্রাফিকের সিগন্যালে
সবুজ সংকেত ।কলম্বাস তুমিও । হারানো মহাদেশীয় সভ্যতায়
হাইরোগাফ্লিক্স।ব্রেকআপ ,মন থাকলেই মন খারাপটা ফিক্স ।।
পর্দা পর পর্দা কিংবা মুখোশ কিছু ।"যা ঝুটে সব
জাস্ট কো-ফ্যাক্টর ,"আমার প্রেমে" নো পলিটিক্যাল ইস্যু ।।
ভগবানও ভয় পায় ভিক্ষে করে মানতও ।এই পথে ধরে
হাঁটো "আমার আমির খোঁজে " ভিতর থেকে কঠিন হবে তুমিও।।

শনিবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৭

~~****গ্রাফিক্যাল****~~

        ~~****গ্রাফিক্যাল****~~

©জ্যোতির্ময় রায়

দূর্বা ঘাসের মাথায় শিশির জমে ,কিছু শাপলাও ফুটে
পদ্ম পুকুরে ।এ পথ এঁকে বেঁকে চলে গেছে সবুজ পেরিয়ে
তোমার দেশের বর্ডারের কাঁটা তার ধরে ।সাজ সাজ রবে
শহর ।আমার দেশে মৃত্যু শোকের মোমবাতি মিছিল ।।

রোজ ভাঙছে ঘর ।অনেক আপন তোমারও হয়েছে পর ।
কাটাকুটি খেলায় এক কদম এগিয়ে কিংবা পিছিয়ে ।
ক্ষত ।মেঘের আড়ালে আগুনে ঝলসানো চাঁদেও কলঙ্ক ।।
"আগার টুট গায়ে সিসে তো টুটনে দো ,পাহাড় হবেই দিল" ।।

মিথ্যের আসকারাতে জানি "দিল ভি বেকারার" ।
থাক ,অনেক হয়েছে নাটক ।"আমার আমি"
অবহেলার আশ্চার্য প্রদীপ।ভেঙ্গে ফেল খাঁচা এবার ।।

শুধু তোমায়

তোমাকে না বলা চিঠি গুলো ...আজ
     মুখ বাড়িয়ে চায়
হৃদয়ে লুকানো কথা গুলো
   তোমায় কিছু বলতে চায়
সপ্নের মাঝে তুমি আসো
  বলোনা কেন তুমি আমায় এতো  ভালবাসো ?
  তোমর সেই  চোখের চাওয়াতে
আমি যে হারিয়ে গেছি
     ওগো প্রিয়া তোমাতে ......
তুমি  আছো আমার চারিদিকে
    আমি যে ছুঁয়ে গেছি তোমায়
আমি যে মিশে গেছি  তোমাতে ...

আকাশের সেই তারার মাঝে
  তোমাকেই শুধু মন খোঁজে
তোমার সেই মিষ্টি হাসি যেন
   চাঁদের হাসির থেকেও বেশী
হালকা  ভয় হালকা  অনুভূতির
    ছোঁয়া  যায় বয়ে
যখন তুমি যাও  আমার 
    সামনে দিয়ে
বইয়ের ভিতর আছে ভূত
   সবসময় মন  যেন দল ছুট 
শুধু তোমার নেশায় ....
   মন যে শুধু  তোমাকেই চায়
Mathematics এর সমাকলন
   অথবা organic  এর reaction
Physics এর Newton এর  theory
  অথবা electromagnitism
যাই  পড়ি নাহ্ কেন
  তোমাতেই শুধু পরে থাকে
মন শুধুই  সারাক্ষণ
ওগো প্রিয়া
   আমি যে মিশে গেছি তোমাতে
শুধু তোমার একটু লাজুক
       চাওয়াতে...
শুধু তোমার একটু  চাওয়াতে ...

         

আনমনে

©জ্যোতির্ময় রায়

  হালকা বাতাস ,স্বল্প ছোঁয়া
বৃষ্টি ভেজা এই রাস্তায় ¦¦
  মুক্তা হয়ে ঝরে পড়া বৃষ্টির  জল
দূর্বা ঘাসের মাথায়
কাদা মাখা ওই কৃষকটি  আনমনে
গাইছে গান...........
চাতকের কণ্ঠে ডেকে আনা বৃষ্টিতে
দেখো সবাই ভিজিয়ে নিয়েছে প্রাণ
  দু -একটা শাপলাও  ফুটেছে ওই বিলে
সাদা বক মাছ ধরে ,মাছরাঙা ঝুপ করে
  পরে আসে জলে .....
ঘুঘু পাখিটা  দেখ্ ঘুমসুটি মেরে বসে
  আছে বাসায় ...,ফিঙে পাখিটা জলে
কেঁচো খুঁজে খায়
   থম থমে ধান জমি আছে প্রতীক্ষায়
কবে আসবে চাষা ,পাবে প্রাণ তাতে হায়
     আমি শুধু বসে বসে চারিদিকে দেখি
মেঠো রাস্তাটা চলে গেছে এঁকেবেঁকে
দূর থেকে আরো দূরে .......
যেখানে আমার প্রিয়া বসে
আছে আমার ছবি ধরে ...
বৃষ্টির সাথে  খেলছে সে আজও
   রূপকথার  রুপপোরীর মতো তার হাসি
আমার  জীবন নৌকা খানি যাছে
   যে তার  প্রেমের সাগরে ভাসি  ....
বসে আছি আমি তাই  এখনও
  উড়ো চিঠি লিখি তার নামে
জমে আছে মনে  যত কথা জমানো ।।

       

বুধবার, ২০ সেপ্টেম্বর, ২০১৭

শুধু তোমায়

তোমাকে না বলা চিঠি গুলো ...আজ
     মুখ বাড়িয়ে চায়
হৃদয়ে লুকানো কথা গুলো
   তোমায় কিছু বলতে চায়
সপ্নের মাঝে তুমি আসো
  বলোনা কেন তুমি আমায় এতো  ভালবাসো ?
  তোমর সেই  চোখের চাওয়াতে
আমি যে হারিয়ে গেছি
     ওগো প্রিয়া তোমাতে ......
তুমি  আছো আমার চারিদিকে
    আমি যে ছুঁয়ে গেছি তোমায়
আমি যে মিশে গেছি  তোমাতে ...

আকাশের সেই তারার মাঝে
  তোমাকেই শুধু মন খোঁজে
তোমার সেই মিষ্টি হাসি যেন
   চাঁদের হাসির থেকেও বেশী
হালকা  ভয় হালকা  অনুভূতির
    ছোঁয়া  যায় বয়ে
যখন তুমি যাও  আমার 
    সামনে দিয়ে
বইয়ের ভিতর আছে ভূত
   সবসময় মন  যেন দল ছুট 
শুধু তোমার নেশায় ....
   মন যে শুধু  তোমাকেই চায়
Mathematics এর সমাকলন
   অথবা organic  এর reaction
Physics এর Newton এর  theory
  অথবা electromagnitism
যাই  পড়ি নাহ্ কেন
  তোমাতেই শুধু পরে থাকে
মন শুধুই  সারাক্ষণ
ওগো প্রিয়া
   আমি যে মিশে গেছি তোমাতে
শুধু তোমার একটু লাজুক
       চাওয়াতে...
শুধু তোমার একটু  চাওয়াতে ...

         

মেটাস্টেবেল

মেটেস্টেবেল 

©জ্যোতির্ময় রায়


সল-} জেল ।ফেজ ট্রানজিশন ।উদ্বায়ী চেনা মুখ ।
মেটাফবিজম - অক্সিজেনের চাহিদা।সুখ কিংবা দুঃখ
কালোটাকার বিনিময়ে।দেশ,ধর্মীয় যোদ্ধার পর্ণ ছবিতেও
বিলিয়ন ভিউ । হায়না কিংবা ফেউ হিরো সিনেমার দৌলতেও ।।


নৌকাটা জল কাটতে কাটতে বিপরীতমুখী স্রোতে
বেডরুমে গোলাপী পর্দার আড়ালেও দমচাপা চিৎকার।
পোস্ট অফিস বন্ধ। নিউজ হয়না ওসব খবর।ঘর ভাঙ্গে নিভৃতে।
আতস বাজিতে আকাশে কৃত্রিমতারা ,ঝলসানো রুটি চাঁদ আবারও।।


ক্রস লিঙ্কিং # পিউরিন বেস পেয়ার ভেঙে গিয়ে যৌনতা
চুমুতে তখন ঘামের গন্ধ ভেঁজা ধ্বংস লীলা শুরু ....।।

মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর, ২০১৭

আজ বাস্তবটাই সত্যি

আজ বাস্তবটাই সত্যি 

চারিদিকে অন্ধকার
   জোনাকিরা পথ দেখায়
সেই গল্পের টুনটুনি পাখিকে
   আজ গল্প বাস্তবতায়
এক দিশেহারা ...
পথিক ...আমি !
এক অচিন পথে পাড়ি দিয়ে
  হারিয়ে ফেলেছি পথ
মাঝ দরিয়ায় জাহাজ আমার
পড়েছে তুফানে ...
মেঘের আঘাত
ঝড়ো হাওয়ার দাপট
শুধু ...
     আজ জোনাকি নেই
আজ শুধু হারিয়ে
     যাওয়ার " ভয়ই  "
পথ পদর্শক এক মাত্র
       আমার ...

আগমনী






   আগমনী
************


জ্যোতির্ময় রায়


আর কয়েকটা দিন মাত্র বাকি
আগমনী হাওয়ায় নদীর বাঁকে বাঁকে কাশফুল মাথা
নাড়ায় ..ওই আকাশকে দোখো ..
নীল ..আরো গভীর নীলে কেমন সাদা মেঘের মেলা
আর ওই সবুজ মাঠে ঢেউখেলানো আগমনী বাতাস
যায় বয়ে .গ্রাম থেকে শহরে ..শহর থেকে দূরে
আরো অনেক দূরে ..বিদেশ বিভুয়ে ।
আর মনটা ..ফিরে যায় বর্তমানকে ছাড়িয়ে
অতীত ও ভবিষ্যৎ এর রুপলি পর্দার ক্যানভাসে ।।
সবাই সাঝ সাঝ বর ..
প্রস্তুত ..কি তুমিও ?
মা আসছে ..
শিল্পীর রং তুলিতে আর কয়েকটা দিন পরেই
মাটির মূর্তি প্রতিমা হয়ে উঠবে ।
ক্লাবে ক্লাবে প্যান্ডেলের লাড়াই দেখার মতো কিন্তু ।
রাস্তায় ফুটপাতে পরে থাকা পাগলটাও কিন্তু
ঠিক মিশে যাবে ভিড়ে ।
কেউবা ছক কষতে বসে গেছে কবে কার সাথে
কোথায় যাবে বলে ?
কেউ বা টিফিনের টাকা বাঁচিয়েছে
এবার পূজোয় চুড়ি আর লাল ফিতে সে কিনে দেবেই
জামা কাপড় কেনা হয়ে গেছে তোমার ?
হয়নি ? ..আর দেরি নয় ..মা আসছে কিনে নাও ।
আর যারা বাইরে থাকে কেউ কেউ প্রতীজ্ঞাও
করে ফেলেছে যেভাবেই হোক
সে এবার বাড়ি ফিরবেই
বিরহীনি প্রিয়া প্রদীপ হাতে ঠাকুরতলায় এখনো বসে
সে জানে এবার ঠিক সে আসবে
অভীমান সুরে বার বার বলছে
"এবার ওই বর্ডারের ডিউটি ছেড়ে একবার আসতেই
হবে ..এবার পূজোটা যে বিয়ের প্রথম বছর "
তুমিও প্রস্তুত হয়ে যাও
আগমনীর শঙ্খ বাজল বলে ...।।

দেশ (Country)





দেশ 




©জ্যোতির্ময় রায়



বোতাম আঁটা জামার নিচে বুক পকেটের ভিতর
কিছু চিমনির ধোঁয়ায়  আরো একটা সভ্যতার পতন ।
ঝলমুড়িতে কেটে গেছে বিকেল ।
লোকাল ট্রেনে আজও স্বপ্নরা পনেরোই আগস্ট আঁকে  ॥



নিষিদ্ধ পল্লীতে তখন গভীর রাত ,
আমার শহরে অফিস ফেরত মিছিলে সুখীগৃহকোণ।
ধানজমিতে খুশির নবান্ন । মেঠো পথ দিয়ে আসে
আগমনীর বার্তা .... ॥



ভাষ্কোডাগামার কম্পাসে সমুদ্র সফেন
কলম্বাস আজও আমেরিকা খোঁজে ... ।
রমজান হোক কিংবা দুর্গা পুজো  অন্ধকার তখন
চাঁদ সাজায়... শুক তারা  হয়ে প্রেম উপন্যাসের সূচনায় । ।

মন আমার




মন আমার 


©জ্যোতির্ময় রায়


কিছু রোদ কুড়িয়ে রাখি ,হাঁটু জল ভেঙে ।
কিছু জোনাকি ছড়িয়ে দেই ঘুমহীন রাতে ।।
এঁকে বেঁকে চলে গেছে নদীপথ ,সময়ের ফাঁকে ফাঁকে
এ পাথুরে জীবন ,বৃষ্টি খুঁজে তখন পাল ছেঁড়া নৌকায় ভাসবে বলে ।।



মাঝে মাঝে পাগলামি ,ইচ্ছেরাও দেয় পারি
সব ছেড়ে দিয়ে মেঘের ওপারে ,"আজ ভাব তো কাল আড়ি"।।
হঠাৎ দেওয়াল লিখনে "মন খারাপ" অহেতুক অযথা ,
ঠোঁটের মাঝেই শব্দ হারায়,আপন মনেই বলে কথা ।।


হঠাৎ ইতিহাসে গিয়ে ছুঁয়ে দেয় প্রেমিকার ঠোঁট ।
নিজেই নিজের বিবাদ লাগায় ,খুঁজে বেড়ায় ভুলে যাওয়ার আন্টিডোট।।

শুধু তোমাকেই (Just You)





শুধু তোমাকেই 
***********

©জ্যোতির্ময় রায়



কিছু মেঘ সাজিয়ে রাখি এখন ওই চাঁদেও ,
চুমুর উষ্ণতায় বরফ গলে গেলেও
"কই সুনামি তো হলো না"।
সুরে সুরে তাল মেলাতে গিয়ে কথা হারায় এখন ।
মৃত মন।মেটাস্টেবেল। বন্ধ তোমার জানালা ।।



রং পরে ।রং তুলির ছোঁয়ায় চোখ মায়াবী ।
পেন্ডেলে পেন্ডেলে আগমনী সাজ সাজ রব।তুমি
রূপকথার গল্প হয়ে বানভাসি তখনও ।
রোহাঙ্গির আর্তনাদ পৌঁছায় না।ধর্ম আলাদা দেশও।।


নির্বাক দর্শক বারুদে জ্বালায় সিগারেট কিংবা শীতঘুম ।
আগমনী আসে ।প্রেমিকার ছবিতে উঁকি ঝুঁকি।নিঝুম
রাত্রির কিছু জোনাকিও ফসফরাসহীন ।চশমা ভাঙা ।
আমার আমি ,তোমার তুমিতে এখনও হয়তো রাঙা ।।