এই ব্লগটি সন্ধান করুন

চশমা দ্বিতীয় পর্ব লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
চশমা দ্বিতীয় পর্ব লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

রবিবার, ১০ মার্চ, ২০১৯

তবে .....তাই যেও : জ্যোতির্ময়


ওসব বাজারি কথার দিন শেষ হয়ে গেছে ।
আমারও কাঁপতে থাকা ঠোঁটে
শুয়ো পোকা,প্রজাপতি হয় ।।

আলুর খোঁসায় উচ্চ রক্তচাপ
মাপতে বারণ ছিল না তো
তুমি'ই বলেছিলে গল্প তবুও গল্প নয় ।।

দেখো , ওসব বাজারি কথায়
কান পেতে দেওয়াল লিখিনি আমি
শরীর কিন্তু টাকায় অনেক মেলে ।।

আমার বুকের উপর আস্ত দু-মুখো সাপ ।
জল জমেনি একটুও ,ধান খেতে
দেখলাম ,জানালা ভেঙে তুমিও গেলে ।।

সোমবার, ৪ মার্চ, ২০১৯

খোঁজ :জ্যোতির্ময়





চশমার কাঁচে ফের রোদ ছুঁয়ে গেছে ,
আঙুলের ফাঁকে ফাঁকে বিরামহীন স্রোতে
ভাসা ভাসা কথায় ,ভালোলাগার স্লোপ ।।

আমি হেঁটে চলেছি পাহাড় থেকে জলপথে
শহরে অলিগলিতে ,নতুন চালের ভাতে
দু একটা আলু সেদ্ধ আর পেয়াঁজ মাখায় ।।

এইভাবে বছরের পর বছর নবান্নের অপেক্ষায়
সাঁঝ বাতির আলোয় খুঁজে ফেরা ঠিকানা ।
"মনের মানুষ" তখন পরদেশীয় ভিসায় নাম লেখে ।।

আলোক বর্ষ দূরের কোনো গ্রহে জন্ম নেয়
তখন ভালোবাসার অন্তরিপ ।
আগন্তুক বিজ্ঞাপন দেয়  দেওয়াল  লিখনে ।।

বুধবার, ২৭ ফেব্রুয়ারী, ২০১৯

হোলি :জ্যোতির্ময়




বসন্ত এসে গেছে শুনি ,গাছেদের ভিড়ে ,
প্রেমিকা আবির দিয়েছে গালে ,পোস রেডি DSLRএ ।।

লাল নীল হলুদ সুবজ ,রঙে ভরা ক্যানভাস।
হৃদয় ভাঙা সেই ছেলেটি কিন্তু,গাঁজা মদে পৃথিবী খুঁজে আজ ।।

সেই শিশুটিও ভাবে জন্ম নেবে,সবুজ পৃথিবীর বুকে,
মায়ের রক্তাত্ব দেহ পরে রাজপথে। ভাবে হোলি, রক্ত খুন'এ।।

তৃতীয় বিশ্ব বোঝেনা "কোল্ড ওয়ার", চায় শুধু ভাত,
প্রেমে ভেবে ,করছো সেই মেয়েটির যোনিতে রোড দিয়ে আঘাত ।।

সিলেবাসে জীবন বেঁধে রেজাল্ট এর মাপকাঠি ,
"মানুষ" কি না ? জল মিশেছে দুধে।কেড়ে নিয়েছো মাটি ।।

নিউজ হচ্ছে শুধুই ধর্ষিতা ,সেলেব্রেটি ধর্ষক ।
ব্যর্থ প্রয়াস রাষ্ট্রপুঞ্জ তোমার রক্ত হোলি'ই চাইছে ধর্ম সব।।

সোমবার, ২৫ ফেব্রুয়ারী, ২০১৯

কে জানত


##
খেলনা বাটি মন ।
একটা সুখি চাদরের আস্তরণ
কান্নারা একলা ঘরেই আবদ্ধ ।
চেনা শহরের অচেনা আবাসন
ঠিকানা আছে ঠিকই ,তবুও ঠিকানা হীন।|
কে জানত স্বপ্নে দেখা সুখী গৃহকোণটা তাসের দেশ হবে ।।

##
বৃষ্টি নিয়েছে ছুটি ,মেঘ জমে ঠিকই বৃষ্টি আসে না ।
পুকুর শুকায় ,মাঠ ফাঁটে ,ফসল মরে ।
ক্ষুধার জ্বালা বড়ো কঠিন ।
ঘামের দাম জানে না ।
কে জানত মনের সবুজ ফসলটা
    মৃত উপত্যকা ।।

##
হাতে হাত রেখে চলে ,শপথ চলতে থাকা।
কাছা কাছি আসা ,আরো একটু ভালোবাসা
উষ্ণ চুম্বন ,একটু আলিঙ্গন, মধু পূর্ণিমার চাঁদ সাক্ষী হয় ।
বিশ্বাস ভাঙ্গে ,দুটি পথ এক হয়ে
 আবার দু দিকে  চলে যায় না ফেরার নামে।।
কে জানত মেয়েটা অন্তঃসত্ত্বা ,লাশ ঝুলে সিলিং ফ্যানে ।।

২৫/০২/১৭

ভাত :জ্যোতির্ময়



লাশের মিছিলে আধমরা শব্দবাজি ,
  জন্মান্তর মানে না।কিছু সম্পর্ক প্রেম না

             রোগজীবাণু মানুষ,হাসছে ইমোজি ।

টুপটাপ বৃষ্টি হলে কারো বা মন খারাপ
     কেউ নস্টালজিয়া ,বাংলা মদে।ছুটি।।

ফুটপাতে জল জমে,শহর তখন মোমবাতি হয়
         মেয়ে মানুষ ছিঁড়ে খায় ,স্বপ্ন বেচে কম দামে।।

"পূর্ণিমার চাঁদ হয়ে উঠে ঝলসানো রুটি"
               


বৃহস্পতিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০১৯

চোখ'এর জানালায় :জ্যোতির্ময়




আজকাল আমিও অনেক বানিয়ে বলি কথা ,
চোখের ভিতর চোখে জল জমেছে ,বৃষ্টি হয়নি'তা ।।

ঘুম কিনছে রাত্রি ,উপোসি একাদশী ,
হয়তো তোকে নিয়েই ভাবাটা বাড়াবাড়ি একটু বেশি ।।

এভাবেই হয়তো রাতের মাঝে আমিও হারাবো ঠিক ,
জঠরে কথার যন্ত্রণা ,জমুক তবে ,দেশলাই সেও জ্বালিয়ে নিক ।।

একদিন আমিও কথার মাঝে ফুরাবো কোনো গল্পে ,
চোখের তারায় আলোআধারী'ই থাক আমার দেওয়ালে ।।

দেশ ছেড়েছি ,পায়ের তলায় নেই মাটি
একখানা আস্ত আকাশ চশমায় এঁটে এখন হাঁটি ।।

রবিবার, ২৭ জানুয়ারী, ২০১৯

শেষা‌ংক: জ্যোতির্ময়



এরপর দেশ ভাগ হয়ে যায়
     ভিনদেশী বাতাস।মাটি।আর ঘাস

           নিয়মিত ডালভাতে।সে চোখে
                       বয়ে আনে সর্বনাশ

তুমি প্রেম বলে আদর করো। বারুদ।রং তুলি'র
       তার  হয়তো বুকেও পেয়ে যাবে একদিন
                   ঘিলুহীন পুলিশের গুলি ...।

তবুও পথে মোমবাতি হয়ে যায় কথা
        মিছিল ভেবে।তবে এ পথ শেষ হবে
                 বুকে বয়ে ব্যার্থতা ...

প্রেম নিয়ে আসুক মেরুদন্ড।তবে ...


মিছিল :জ্যোতির্ময়





Now the night sky is the blue race of dreams,
The lamps have disappeared, the Baishakhi cloud,
Flower fragrance tears fly or mou?
Love love trap. But be happy, watch the moon ..

They will hear the promise of the story again
Print or dhapa? There is no rice!
Green reeds are rugged and the mouth is heavy
Still the intent to return lost ..

I am walking in the corridor of the road, I am walking on the highways
Clouds have sunlight in the lap, if the dam breaks down the river?
But give him the fourth world name,
The wall broke down, but it will still be in the barbed wire.


বৃহস্পতিবার, ২৪ জানুয়ারী, ২০১৯

চশমা(১০৫) :জ্যোতির্ময়

কিছু নোন সিস্টেমিক আগুন দাও ...
সাইন্যাপস গুলোতে বিদ্যুৎ চমকাক
আলোক বর্ষ দূরে দূরবীনে
দেখবে "আমি  পর্দা নিয়েছি মুখে ফের "
হারিয়ে গিয়ে ,ছায়ায় নিচে কাঁপতে থাকা
               কল্পনায় ।

দিগন্তে রং তুলির শেষটান ।
 "কৈ আলো ? বন্দকে  রাখা পিছুটান ।।

শেষ একবার হলেও
          ইরেজারে মুছে দিও
ডাকনাম । ঈশান কোণে
                মৃত্যুর পরোয়ানা জারি করবে
   ভুল করে যাওয়া অঙ্ক গুলো ততদিনে ।।


বৃহস্পতিবার, ২৭ ডিসেম্বর, ২০১৮

সরষে ফুল



©জ্যোতির্ময় রায়

জীবন্ত লাশের মিছিলে
আরো এক সকাল রোদ বিক্রির দরকষাকষি ।
  তুষার পাতে ছেয়ে গেছে
 ততদিনে রাজপথ ।।

সন্ধ্যা নামার ঠিক আগে শরীরও
 উনুনে সেকে নিয়েছে হাত পা ।
সরষে ফুলের ঠোঁটে মিতালি রহস্য
   কথা কিনেছে অন্য নামে ।।

তারপর ?
     একটা আস্ত দু-মুখো সাপের কমিক্স ।
   ফর্ণিমনসার স্তূপে সভ্যতার প্রতিচ্ছবি
     আরও একটা বিজ্ঞাপনে ছেঁয়ে গেছে
           পৃথিবীর মানচিত্র ।।

শনিবার, ২২ ডিসেম্বর, ২০১৮

খেলা


রোদ কুড়োতে কুড়োতে দিগন্ত রেখায় ইতিটান এঁকেছে রংতুলি ।
কোথাও ছাই রঙের আকাশ ,কোথাও আগুনের ফুলকি,
সবুজ টেনে ,হলদে হয়েছে  ধূসর নীল নদের গতি পথ ।
নক আউট হতে হবেই ,আড়াই চালে চেকমেট তারপর ।।

কিংবা অল্প দামে বিকিয়ে দিয়েছে শরীর
"দু মুটো  ভাতের চাহিদা অনুযায়ী "।
গদি পেলেই উল্টো ডিগবাজি ।।

তুমি আমি সব জেনেও দর্শক ।
সেলেব্রেটি ততদিনে এ দেশে ধর্ষক ।।
সুইচ ব্যাঙ্কে আত্মঘাতী কৃষকের সুদ বাড়ে ।
নিউজ হয় না ওসব ।

শুক্রবার, ১৯ অক্টোবর, ২০১৮

বিসর্জন




#বিসর্জন

জমছে ধূলো।পথ ঘাট।বিকেল ছুটি কই?
 হিসাব ভুলে গেছে রক্ষক।ভক্ষক।সাবেকি আদর
 আদ্র হয় ঠোঁট ।ভিতর ভিতর ভীষণ চোটে'র আবদার
             সিঁড়ি ভাঙার সেই খেলা কৈ ?

মনে পড়ে ? সেদিন মোমবাতির মিছিল ,যানজটে
পড়া মুখী'র মুখ বিজ্ঞাপনে।চোখ বুজে চেয়ে ছিল সে ,
         "ব্রেকিং নিউজ হয়ে যায় তারপর,সে শরীর।"

কিছু রোদ জিরিয়ে নিক।ছায়া-গাছ।জল ভিজে যাক চোখ ,
মুখোশ ভাঙছে মুখ ।স্থবির...

©জ্যোতির্ময়

বুধবার, ১৭ অক্টোবর, ২০১৮

প্রবাহ

#প্রবাহ

ধরে নাও এ শহরের প্রীতিটি আলোয় লিখে রাখা হোক "ভালো আছি "।ভীষণ কোনো অসুখ ।পুরোনো কোনো তারিখ খুঁজে খুঁজে গলি পথ।সুখ ।।

এবার পথ ধরে চলা। ঘাস শিশির ভেজা।আলো নিভে আসে ।সম্পর্কে।নিত্য সংসারী হয়ে উঠে মন।
ভিতর ভিতর পুড়ছে কেউ ,কেউ জল ভিজিয়েছে অচল ।

মৃত্যু-চোখে চশমা থাক।বিন্দুতে। বিরক্তিকর
এখন কথা ।শব্দ দূষণ ভীষণ বুঝি
আলো-চাঁদ দেখা।কলঙ্ক দাগ খুঁজি ...

©জ্যোতির্ময়

(অন্যরকম একটা এক্সপেরিমেন্ট ,ছন্দ এর)

মঙ্গলবার, ১৬ অক্টোবর, ২০১৮

দুর্গা




রাত জেগে থাকে তারপরও।রাত লেগে থাকে গলির মোড়ে ।আলোর ভিড়ে ভিড়ে মন পোড়ার গন্ধ পাবে তবুও ।শেষ ট্রেনে ফেরা হয়নি তার
সূর্য অস্ত গেছে তার আগেই,ল্যান্ড মাইনে ছিল পা ।।

রাত নামে চোখে ,চোখের আড়ালে রাত গুণে রাখে তারা।তারাই সাক্ষী ছিল প্রথম চুমুর ,প্রথম সে রাত,দশ দিন দশ মাস। আলোয় আলোয় সাজানো তাদের বারোয়ারীর উঠোন প্রতি বছর।তারা গুণে রাখে ছাদের হাটাচলা ,ছেলে-বৌমা কথা বলে না..

মুখ ঢেকে রাখা দিনে।আলো কিনে নিয়েছে ইজ্জত ।রাত নামে ,খদ্দের আসে ,রাতের ভিতর আর একটা রাত গুণে রাখে ফের ...

রাত্রি কিন্তু হয় না ,বেকার প্রেমিক কবিতার খাতায়
      হয়েছে মুসাফির ....।

©জ্যোতির্ময়

#দুর্গা

শুক্রবার, ১২ অক্টোবর, ২০১৮

উৎসব

#উৎসব

আর একটু ছুঁয়ে দিও তুমিও।আঙ্গুল নেড়ে
     ভেজা চুল।গন্ধ।শাড়ির ভাঁজে
     মুখ ফিরিয়ে।হাসিটুকুই সম্বল।সে

ভিড় ঠেলে মিনিবাসে ।অফিস ফেরত
  ভীষণ জ্বর।দূরত্ব মাপছে পারদ
          সংসার তার।ঝগড়া ঝাটির উৎসবে ..

বেল পাতা ঢাকা চোখ।ললাটে সিঁদুর তার
না দেওয়া  পণ দিয়েছে ।ঝলসানো লাশ
            রোড ঢুকিয়ে ,নিউজ খাস খবর ধর্ষণে'র

বেকার যুবক ব্যর্থ প্রেমিক হয়।চাকরি নয়
              দোকান খুলবে মদে'র
                              জীবন্ত লাশ উৎসবে'র

©জ্যোতির্ময়

শুক্রবার, ৫ অক্টোবর, ২০১৮

প্রিয় দশ টি কবিতা (চশমা (দ্বিতীয় পর্ব))

#পরকীয়া 


©জ্যোতির্ময় রায় 


গুজব উঠেছে পাড়ায় পাড়ায় 
           শ্রেণীবিন্যাস।তাদের প্রেম না 

আমিও কেমন পালিয়ে বেড়াই 
    জল ভিজিয়ে,কাদাপথ।বৃষ্টি ভেজা জামা 

নষ্ট হতে ভয় ছিল তার ভীষণ।সমাজ।
             পরপুরুষে। সংসারে আগুন 

সে কবির রাত্রি যাপন।রাজপথেও 
            প্রেম হয়েছে খুন...

ব্যার্থপ্রেমিক উপাধ্যেয়, নেইকো ক্ষমা 
         নখের আচড় বাসর সাজায় 
                  মানববোমা .....



#প্রেমিক 


©জ্যোতির্ময় রায় 


অভিশাপ দিও !
 কপাল ছুঁয়ে দেখো তুমি ছড়িয়ে গেছে তাপ 

বৃষ্টি ভেজার গল্প বলো তুমি 
     দিনের আঁচলে ভাসে জলছাপ 

তার বানান ভুলের গায়ে এঁকে দিও
                কালবৈশাখী।

রাত ।শহর তবে চায়ের কাপে।
        জ্বর খানিক ।

কাঁচের স্বপ্ন ভাসছে চোখে চোখে 
              মুখ লুকাই।ঘৃনা নিক...




#কবি_ও_প্রেমিকা 



©জ্যোতির্ময় রায় 


যদি বলি প্রিয়তমা,
 এ শহর আলপিন,চোখ ভেজাচ্ছেনা ।

হাওয়া হয়ে যাও জোনাকি 
       অভিমান,অবহেলা 
চিরকুট কবিতা।কাগজের ঠোঙ্গা..

দপ্তর পাল্টে ফেলছে বই খাতা 
     ম্যাগাজিন হয়ে যায় সব'ই 
তুকেনহাম।পিরামিড।মমি..

সেও ভেবে নেয় গৃহযুদ্ধে 
         মন পুড়েছে।আগুন...

ভুল ভেবেছো।পৃথিবীর বুকে ধোঁয়া 
   আসলে কেউ মরেনি।হয়েছে শুধুই খুন ।


#অনিয়ম  


©জ্যোতির্ময় রায় 


ধরে নাও আমিও আঙ্গুল গুণে গুণে 
আড়াই চাল।বেবাক হাওয়া।আচ্ছেদিন ...

     ওখানেও মোমবাতি জ্বালিয়ে।প্ল্যাকার্ড ।
        "রাস্তা মেরামত নয় ,একটা আস্ত দেশ দিন "

ধরে নাও কাদামাটি।খেলনাবাতি।ল্যাম্পপোস্ট।
শব্দ শুনে কান পেতে থাক।"আবোল তাবোল" হচ্ছে পোস্ট ।

সন্ধ্যা বেলার চায়ের কাপে দিন ফুরিয়ে গেছে 
                 যুদ্ধ তবে কই?সে খিদের রাতে?

ধরে নাও লিখছি না আর 
                   নিলাম পাহাড় ।ধাপ কেটে 
      আমিও শ্রোতা,আমিও পথিক
               ভীষণ কোনো অবাধ্যতায় হাটছে সে..।


#নিয়ন


©জ্যোতির্ময় রায় 


হয়তো দাগ কেটে গেছে।সরল রেখা 
         বিশ্বাসে।শেষ নিঃশ্বাসে...

আমিও কেমন অচেনা হয়ে যাই আজকাল 
         মোমবাতি হয়ে যায় রুমাল।মুখ।নিমেষে

চোখকে দিয়েছি ছাড়,চশমাই  মেঘ ভিজে 
আমার শহরে বৃষ্টি এলো কৈ?
            সায়ানাইড মেখে চুমু খায় শুধু  নিজে...

তবে ,
       মন খারাপের চুক্তিতে হোক সই।অকারণে  
              অভিযোগ।অভিমান।দূরত্বরা 
                    মাপছে জমি।অনিচ্ছা অনুসরণে



এরপর সংসারী হয়ে উঠে মন।বাজে কোনো স্বভাবে..
  পকেট হাতড়ে খুচরো পয়সার বাহাদুরি 
                সিগারেট । অভাবে ...



#কে তুমি?


©জ্যোতির্ময় রায় 


সেদিনের মত ভেজা আঁচল 
         চুল ধুয়ে যাক ঝর্ণা'র ..

বাতাসও বিদেশি ।কানে কানে উড়ে গুজব।জল।
              অহেতুক শব্দ দূষণ তার ।

মিছিলের মুখ হয়ে যায় ডাল ভাতের স্বপ্ন।বিপ্লব।
      গোপন প্রেমে।গন্ধ ভেঁজায় ঘামে।বৃষ্টি...

হেটে গেছে পথ।কাঁটাতার।ইমিগ্রেশন সব 
                 মেঘের চোখে মেঘ দৃষ্টি।

বিজ্ঞাপন হয়ে যাও তবে 
             দেওয়াল লিখন ।
পাথর বুকে প্রেম নেই'কো আর 
       জেগে থাক।রাত।মন খারাপির মন ...




#মন্দবাসায়


©জ্যোতির্ময় রায় 


ধরে নাও খুচরো কিছু মিথ্যে নিয়ে 
          গল্প লিখছি ভালোবাসা।
 প্রাচীর পেরিয়ে ,দেওয়াল পেরিয়ে।কাঁটাতার।
             পরদেশী মন।ইমিগ্রেশন।মন্দবাসা'র।

ঘৃণা'র চোখে হাসি মুখ।আঁচল..
     দূর করে দিতে আরও
                  মেঘ বলছে কৈ জল ?

কথারাও কেটে কেটে যাবে 
         অচেনা।ভীষণ আপন...
ভুলে গিয়েছে কবিতারা।অকারণ মনকেমন ...


কষ্ট হবে না একটুও ।না ফেরার প্রতিজ্ঞাও ভীষণ 
    পরের জন্মে ডাল ভাতের সংসারী হবো
              একচালা ঘর।ভীষণ পর তুমিও যখন..


#ধোঁয়া


©জ্যোতির্ময় রায়

যতদূর চোখ যায় 
           মৃত্যুর ভ্রুকুটি।আঙ্গুল।জলছাপ
আমার শহর ক্লান্ত বুঝি আজ?ভীষণ নিম্নচাপ!

প্রতিবাদ নেই ।মোমবাতি নেই।মিছিল নেই।শান্ত ?
গ্যাজুয়েট বেকার।সংসারী মন।ঘুম কই?
                           শুনশান সে প্রান্তর...

বারুদ মুখী কেউ নয় আর।বরং জলদাও।আগুন!
         মরছে না কেউ আসলে।হচ্ছে শুধুই খুন...



বেকার বলে কি প্রেম নেই?সরকার বলে দেশদ্রোহী 
               কাপুরুষ বলে প্রেমিকা তাকে 
                                হাসিমুখ মুখোশ কি ? 

পাথর নিয়েছে বুকে।সঙ্গে অল্প বৃষ্টি জল।দাগ..
                   খুচরো'র খোঁজে পকেট তোলপাড় 
                            কাকে দেখবে 
                               সে'অভিমানরাগ ? 


#হাত 


©©জ্যোতির্ময় রায় 


তুমিও ভাঙছো ভিতর ভিতর।শীত কাতুরে রাত
      দশ বাই দশ হাত ঘর।এই বেশ আছি 
                       "দারুণ অজুহাত"।

তুমিও কেমন মন খারাপে, গুনছো তারা।
             আমিও বুকের পাশে দাঁড়িয়ে দেখি 
                 ছায়ামানুষ। রূপকথা বলেছিল 
                  মুখোশ যারা।


সুনসান ওই পাহাড় কেটে,রাস্তা মাপি,জল কৈ ?
        ম্যাগাজিন হয়ে যায় গল্প গুলো কেমন যেন 
                           মুখ ? নাকি বই?



ঘুম ভেঙ্গে যায় হঠাৎ তারও।স্বপ্ন নয় সত্যি'ই 
      ব্যস্তবাগিস শান্ত ভীষন।যত্নে রাখে লাস্ট সিন
      মেঘ সাজিয়ে বৃষ্টি নিও। "একটু বাঁচতে দিন "



#শেষা‌ংক 


©জ্যোতির্ময় রায় 


এরপর দেশ ভাগ হয়ে যায়
     ভিনদেশী বাতাস।মাটি।আর ঘাস 

           নিয়মিত ডালভাতে।সে চোখে 
                       বয়ে আনে সর্বনাশ

তুমি প্রেম বলে আদর করো। বারুদ।রং তুলি'র
       তার  হয়তো বুকেও পেয়ে যাবে একদিন 
                   ঘিলুহীন পুলিশের গুলি ...।

তবুও পথে মোমবাতি হয়ে যায় কথা 
        মিছিল ভেবে।তবে এ পথ শেষ হবে 
                 বুকে বয়ে ব্যার্থতা ...

প্রেম নিয়ে আসুক মেরুদন্ড।তবে ...

মঙ্গলবার, ১১ সেপ্টেম্বর, ২০১৮

সংসারী

#সংসারী

কিছু বলার ছিল না আর ,তারপর ?
   বুকে মাথা রেখে।ঘুম নিও চোখ
               

আদতে আনাড়ি সেও।প্রেম সাজিয়ে কবর
  আসলে প্রতি ইঞ্চিতে মন মেপে রাখা
               বিদ্রোহী।বিক্ষোপ...

দেশ ভাগ হয়ে যায় এরপর।একটি ঘরেই
               দুই-পৃথিবী।সংসারী ভীষণ রকম।

খোঁজ নিয়ে দেখো মেঘ ,ঘাস হয়েছে কিনা?
              নাকি শুধুই হয়েছে জখম?