এই ব্লগটি সন্ধান করুন

জুঁই লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
জুঁই লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

সোমবার, ১০ ডিসেম্বর, ২০১৮

মেঘ (২)





 ঘুমহীন  আজ শহরে ভীষণ মন কেমনের অভিমানে,
ঝাপসা আলায় চোখ পুড়েছে ,ছায়ার ভিতর অন্য গানে ।।

গল্প গুলো আজগুবি হয় ভীষণ রকম কম দামি ,
"ছলচাতুরীর হওয়ার ভিতর ক্লান্তি নিয়ে  হাঁটছি তুমি আমি ।।"

রোদের সাথে ভাবমিতালি ,জানলা জুড়ে কাটাকুটি খেলছে সে ।
"ব্যর্থ প্রেমের দিব্যি" নিয়ে আঁকছে ছবি কার্নিশে ।।

ঠিক তখনই বৃষ্টি হবে ,জামার উপর বোতাম আটা ,
মনকেমনের গল্প গুলো ভীষণ দামি ,সিগারেটে পুড়ছে ভালোবাসা ।।

মেঘ (৩)



রোজ রাত পাহারা ,মনকেমনের চৌকিদারী ।
ফিরবে বলে আর ফেরে না।মন বাড়ি ।।

গল্প গুলো হয় পুরোনো,চোখে ভিতর চোখ দেখে।
ইচ্ছে ঘুড়ির সুতো কাটা।দাগ কেটেছে ছক রেখে ।।

বাসতে ভালো চায় না আর সে ,ভীষণ রকম এগুয়ে।
সিদ কেটেছে অতীত কোনো।মন-শহর'এ থাক  শুয়ে ।।


হঠাৎ তখন মেঘ করেছে ,হাঁটছি তবু উচিয়ে ছাতা ।
হাঁটুর উপর জল ভিজেনি,নিরবতায় ড্রইং খাতা ।।

দেখা





ব্যস্ত সময় ঘুম কেড়েছে ,আচ্ছে দিনের স্বপ্ন বাড়ি ।
সকাল বেলায় ঘুমিয়ে পড়ে চোখ।চার্দেয়ালের ঝুলছে ঘড়ি ।।

ভীষণ রোদে মন পুড়েছে,ফোস্কা হাতে গল্প বুনি ,
রিংটোনরা হারিয়ে গেছে।কলিং বেলে ফিরতি পথের গান শুনি ।।

চুমুর বড়ি আর লাগে না,ঠোঁটে মাঝে কথার লুকোচুরি।
গানের ভাষা কে বদলেছে?মেঘের ভেলায় উড়ছে ঘুড়ি ।।

ঠিক তখনই সন্ধ্যা হবে ,স্লোগান কোনো ভালোবাসা।
ভুল করবে যেনেও ,যে পথে তার নিত্য যাওয়া আসা ।।

চুপ কথা (১)





ঘুম পোড়ানো রাতের মত,শব্দগুলো নিঃস্তব্ধ থাক।
পুড়ছে হৃদয় ঝরো হওয়ায়,পথের মাঝে হঠাৎ কোনো বাঁক ।।

জীবন তখন অল্পদামি ,গোলাপ জলে মাখা ,
চোখের চোখ খুঁজেছে ,হয়নি দেখা ।।


এমনি করে পেরিয়ে আসা কয়েক শতাব্দী,
সন্ধ্যে হওয়ার আগেই ফেরার কথা ছিল,ফিরছি না আমি ।।

এখন শুধু বৃষ্টি মাপি ,ভীষণ মনের ওজন ।
মেঘ জমেনি আর,ভিড়ের মাঝে একাই আমি,ধোঁয়ায় আঁচে এই জীবন ।।

চুপ কথা (2)





জুঁই(১৮)





নীরবে হেঁটে গেছে দুচোখ ,সাজানো বালিয়াড়ি,
ডাক পিয়ানোর ঘুম শ্বাসে ,যাও দিলাম আড়ি ।।

ছেড়া ছেড়া মেঘ,তার খুব আবেগ ,অল্পতেই ।
বেশি চাওয়া হয়ে গেছে ভুল করে,বাঁচুক গল্পতেই ।।

যদি ভালোবাসে ভুল করে,সে'ত আর ফিরে না,
ইস্তিহারে বিজ্ঞাপন সাজানো "ভুল প্রেমে" আদিখ্যেতা না ।।

এসো তবে সময় গুণী,অল্প আদরে,
"ভালোবাসছি না" বলেছো ভীষণ আবদারে।।

জুঁই







         (১)

সেকোনো এক ডাকনামের মত প্রিয় ,
চোখের খাতিরে ,পারলে চিনে নিও ।।

চুলের ভাঁজে ভাঁজে,যদি কেউ ভেজে ,
ঠোঁটের অস্কারাতে ,চুমুও নীল রঙে সাজে ।।

হয়তো আজগুবি ,কিংবা মনখারাপি বিকেলে
প্রচ্ছদ হয়  ছবি তার ,ভুল এঁকে দিলে ।।

            (২)
সেবার মানচিত্র এঁকেছি ,অক্ষাংশে বিশাল রোদ্দুর'এ ।
নিরুদ্দেশ হয়নি শঙ্খচিল ,ভুল প্রেমে ।।

রোজ বুলেটে রক্তমুখী সংগ্রাম,বদলে ফেলা ।
এদেশ তারও নয়,ধর্ষিত রোজ কেউ না কেউ,বন্ধ এখনো সেই "পশ্চিমের জানালা"।।

কিংবা আত্মঘাতী বোমায় ভেসে গেছে রাজপথ।
কবিদের মৃতদেহে থুঁতু দিয়ে কবিতার বাঁচার শপথ ।।

তবুও ভোরে সূর্য উঠে ,তাঁতির শেষ বানানো বেনারসী,
শাড়ির সুতোয় মন বাঁধানো,নিঃস্ব হয়েও ভালোবাসি ।।

গতি পথ



রাত্রিগুলোকে সাজিয়ে রাখি ল্যাম্পপোস্টময় বিজ্ঞাপনে ।
কোলবালিশ জড়ানো চিবুক গল্প জড়ানো এক একটা স্বপ্নে ।।
"বিন তেড়ে এক পল জিয়া নেহি অব যায়ে সানাম "
শিশির ছুঁয়েছে ঠোঁট ,"হাম নেহি রেহে হাম" ।।

রোজ পৃথিবী সাজে কোনো না কোনো গল্পে
রোজ এগিয়ে গিয়ে ফিরে দেখা ,স্বপ্ন সাজাই স্বল্পে ,
বালির উপর ছককাটা জীবন যাপন ।
ছায়াপথে নেমে গেছে জানালার কাঁচে ,তুমি'ই তুমি তখন ।।

কিছুটা আলোআঁধারি যদিও চারদেওয়ালে ।
তবুও ছায়া নেমে আসে ছায়ায় ,ধানজমি আলে ।।
আমার আকাশে আরও একটা আকাশ সাজে ।
"তুমি/তুইএ" দেখি "আমার আমিও" মিশে গেছে ।।

রবিবার, ৯ ডিসেম্বর, ২০১৮

লেখা



রাত আমার শরীরে নেমে আসে তারপর।

আমিও প্রেমিক হয়ে উঠি মাঝে মধ্যেই
নখের আচর বুকে তার,মরুভূমি।
আবেগ বিক্রি গেছে বিজ্ঞাপনে।স্বপ্ন কমদামি...

এরপর দেশভাগ হয়ে যায়।অভিমান কাঁটাতার
ইমিগ্রেশন পেরিয়ে দেখি ,সেও পর!

সে অবহেলায় বাড়িয়ে দেয় শুধুই বারুদ
চোখ ভিতর চোখ তার,আমিও অচেনা খুব

ভুলে যাওয়ার স্বভাব এখন ভীষণ।একুশে আইন।
কাশ্মীর হয়েছে মন।বুকের ভিতর প্যালেস্টাইন ।

আমিও প্রেমিক হয়ে উঠি মাঝে মধ্যেই তারপরও
                     ভেঙে যাওয়া কোনো সংসার...তার।


  #জুঁই(২০)